শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ভারতীয় মদসহ একজন মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
রোববার (১৬ মার্চ) ভোর ৬টার দিকে একটি মিনি পিক-আপ থেকে প্রায় ২ লক্ষ টাকা মূল্যের ৬০ বোতল ভারতীয় মদসহ মো. আনিছ (৪৭) নামে এই কারবারিকে আটক করা হয়।
শেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি সালেমুজ্জামান জানান, গোপন সূত্রে খবর পেয়ে নালিতাবাড়ী উপজেলার পলাশীকুড়া এলাকায় অভিযান চালানো হয়।
হযরত মেম্বারের নির্মাণাধীন বাড়ির সামনের পাকা রাস্তায় অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৬০ বোতল মদসহ আনিছকে আটক করা হয়।
আটককৃত আনিছ শেরপুর সদর উপজেলার নন্দীর বাজার এলাকার মৃত কাশেম আলীর পুত্র।
ওসি সালেমুজ্জামান জানান, “উদ্ধার করা মদের আনুমানিক মূল্য ১ লক্ষ ৮০ হাজার টাকা।
আনিছের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(খ) ধারায় নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।”
অভিযানে নেতৃত্ব দেন শেরপুর জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) মোরশেদ আলম।
তাঁর সঙ্গে ছিলেন এএসআই শাজাহান, কনস্টেবল মেহেদী হাসান ও কনস্টেবল মমিনুল ইসলাম।
সীমান্তবর্তী এলাকায় সম্প্রতি মাদক পাচারের ঘটনা বৃদ্ধি পাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ নজরদারি অব্যাহত রেখেছে বলে জানা গেছে।
https://slotbet.online/