• বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৩:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ
মাগুরার বহুল আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের নিরাপত্তা সংক্রান্ত আলোচনা ও সমন্বয় সভায় সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হাসান খাঁনের অংশগ্রহণ তিতাসে পারভেজ হত্যা মামলার আসামি গ্রেফতার নওগাঁয় দৈনিক প্রথম কথা পত্রিকার ১১ তম বর্ষপূর্তি উৎসব পালিত পুলিশ সিভিল ড্রেসে কাউকে গ্রেফতার করতে পারবে নাঃ স্বরাষ্ট্র উপদেষ্টা সাতক্ষীরা শ্যামনগরে রূপান্তরের আয়োজনে প্লাস্টিক পলিথিন দূষণ রোধে গণ শুনানি অনুষ্ঠিত সাতক্ষীরায় ভ্যানের চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে ভবদহ সমস্যা সমাধানে নদী খনন করবে সেনাবাহিনী: সৈয়দ রিজওয়ানা হাসান খুলনার ফুলতলায় প্রকাশ্য এক যুবক‌কে গুলি ক‌রে হত্যা পটুয়াখালীর উত্তর চারা বুনিয়া ফারুকীয় হাফেজিয়া শিশু সদনে এতিম ও দুস্থদের বরাদ্দের টাকা লুটপাট

শেরপুরে অনুষ্ঠিত রেঞ্জ ক্রিকেটে ময়মনসিংহ জেলা পুলিশ দল চ্যাম্পিয়ন

গণজাগরণ প্রতিবেদক / ৪৯ বার পঠিত
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫

শাহ্ মুহাম্মদ ইমতিয়াজ চৌধুরী, শেরপুর প্রতিনিধি :
ময়মনসিংহ রেঞ্জ আন্ত:জেলা ক্রিকেট টুর্নামেন্টে ময়মনসিংহ জেলা পুলিশ দল চ্যাম্পিয়ন ও নেত্রকোনা জেলা পুলিশ দল রানারআপ হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শেরপুর পুলিশ লাইন্স মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় ময়মনসিংহ জেলা পুলিশ ক্রিকেট দল ৪৬ রানে নেত্রকোনা জেলা পুলিশ দলকে পরাজিত করে শিরোপা লাভ করে।
টি-টুয়েন্টি ফরমেটে অনুষ্ঠিত ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ময়মনসিংহ জেলা পুলিশ ক্রিকেট দল নির্ধারিত ১৫ ওভারের খেলায় ৭ উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করে। দলের পক্ষে ব্যাটার এসআই মুকিত দুর্দান্ত ৭৫ রান এবং কনস্টেবল শাকিব ২৩ রান করেন। জবাবে ১৬১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নেত্রকোনা জেলা পুলিশ ক্রিকেট দল নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে। শেষ পর্যন্ত ১৩ দশমিক ২ ওভারে ১১৪ রানে অলআউট হলে ময়মনসিংহ জেলা পুলিশ ক্রিকেট দল ৪৬ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে ট্রফি ও মেডেল বিতরণ করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা মাঠে উপস্থিত থেকে ফাইনাল খেলা উপভোগ ও পুরস্কার বিতরণ করেন। সেসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শাহ শিবলী সাদিক, ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এম. এম. মোহাইমেনুর রশিদ, শেরপুর সদর থানার ওসি জুবাইদুল আলম এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এবারের রেঞ্জ ক্রিকেট টুর্নামেন্টে ময়মনসিংহ রেঞ্জের আওতাধীন স্বাগতিক শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা ও জামালপুর জেলার ৪টি পুলিশ ক্রিকেট দল টি-টুয়েন্টি ফরমেটে রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে অংশগ্রহণ করে।


এই বিভাগের আরো খবর
https://slotbet.online/