পুলিশ লাইন্স রাজবাড়ীতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের জন্য মাঠ পর্যায়ের প্রথম দিনের বাছাইকৃত যোগ্য প্রার্থীদের দ্বিতীয় দিনের ইভেন্ট ‘‘২০০ মিটার দৌড়, পুশআপ, লং জাম্প ও হাই জাম্প” পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী জেলার নিয়োগ বোর্ডের সভাপতি রাজবাড়ী জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন এর সার্বিক তত্ত্বাবধানে নিয়োগ কমিটি ও নিয়োগ কাজে নিয়োজিত সকল পর্যায়ের অফিসার- ফোর্স স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠভাবে দ্বিতীয় দিনের নিয়োগ কার্যক্রম সম্পন্ন করেন।
দ্বিতীয় দিনের কার্যক্রম শেষে পুলিশ সুপার মহোদয় চাকরি প্রার্থীদের আগামীকাল শনিবারের মাঠ পরীক্ষার কার্যক্রম সম্পর্কে ব্রিফিং করেন। উত্তীর্ণ প্রার্থীদের আগামীকাল শনিবার (১২ এপ্রিল- ২০২৫) সকাল ০৬:৩০ ঘটিকায় মাঠ পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।
এসময় নিয়োগ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন বোর্ডের অন্যান্য সদস্যবৃন্দ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং নিয়োগ কার্যক্রমে নিয়োজিত সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ।
বিঃদ্রঃ রাজবাড়ী জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ-২০২৫ এ মাত্র ১৫টি পদের বিপরীতে ৯৫৪টি আবেদন জমা পড়ে এবং পুলিশ সুপার, রাজবাড়ী এর সার্বিক তত্ত্বাবধানে নিয়োগ কমিটি ও নিয়োগ কাজে নিয়োজিত সকল পর্যায়ের অফিসার- ফোর্স স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠভাবে নিয়োগ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন।
https://slotbet.online/