• শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৭:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ
জয়পুরহাটে রক্তদান সোসাইটির বৃক্ষরোপণ কর্মসূচি বীরগঞ্জের লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিকীকে রাজকীয় বিদায় সংবর্ধনা ইরান – ইসরায়েলের যুদ্ধ কোন পথে বাংলাদেশ সংবাদ সংস্থার সুযোগ্য চেয়ারম্যান মহোদয়ের প্রচেষ্টার ফসল: উন্মুক্ত করা হলো পাইকগাছার নাছিরপুর খাল লালমনিরহাটে বিসিক কর্মকর্তা রুহুল আমিনের পদোন্নতি প্রাপ্তিতে শুভেচ্ছা নোয়াখালীতে করোনায় ১জনের মৃত্যু: শনাক্ত-৩ তিতাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত বীরগঞ্জের ঢেপা নদীর ভাঙন এলাকা পরিদর্শন: দ্রুত বাঁধ নির্মাণের আশ্বাস সাতক্ষীরার ভোমরা টু পদ্মশাঁখরা সড়কটি মরণ ফাঁদে পরিণত: দুর্ঘটনার আশঙ্কা বীরগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর ঘটনা তদন্তে পিবিআই
নোটিশ
ভিন্ন মাত্রার দৈনিক গণজাগরণ পরিবারে আপনাকে স্বাগতম।

বীরগঞ্জের ঢেপা নদীর ভাঙন এলাকা পরিদর্শন: দ্রুত বাঁধ নির্মাণের আশ্বাস

মাহবুবুর রহমান আঙ্গুর, বীরগঞ্জ প্রতিনিধিঃ / ১৭ বার পঠিত
প্রকাশ: বুধবার, ২ জুলাই, ২০২৫

‎দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের ঢেপা নদীর ভাঙন নিয়ে পত্রিকায় প্রতিবেদন প্রকাশের পর দ্রুত সাড়া মিলেছে প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে।

সকালে দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার প্রমোদ কুমার মন্ডল ও তার একটি কারিগরি দল ভাঙন কবলিত নখাপাড়া, মাঝাপাড়া ও সাহাপাড়া এলাকা পরিদর্শন করেন।

‎পরিদর্শনের সময় ভাঙনের ভয়াবহতা পর্যবেক্ষণ করে নদীর পাড়ে জরিপ, মাটি পরীক্ষা ও পানির প্রবাহ বিশ্লেষণ করা হয়। এ সময় বোর্ডের পক্ষ থেকে এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার প্রমোদ কুমার মন্ডল।

‎তিনি বলেন, সংবাদ প্রকাশের পরপরই আমরা ভাঙন এলাকা সরেজমিনে পরিদর্শনে এসেছি। এলাকার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে সাময়িক প্রতিরক্ষা এবং স্থায়ীভাবে মাটি সুরক্ষা বাঁধ নির্মাণের প্রস্তাব তৈরি করা হচ্ছে। অনুমোদন পেলেই দ্রুত কাজ শুরু হবে।

‎পরিদর্শনের সময় নদীপাড়ের ক্ষতিগ্রস্ত বাসিন্দারা পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি দলকে ঘিরে তাঁদের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেন। কেউ হারিয়েছেন জমি, কেউবা ঘরবাড়ি, কেউ আবার রাত কাটাচ্ছেন আতঙ্কে যেন একদিন নদীর স্রোত তাঁর শেষ আশ্রয়টুকুও কেড়ে না নেয়।

‎সাবেক ইউপি সদস্য ওবাইদুল হক বলেন, আমার চোখের সামনেই গত কয়েক বছরে এই নদী কীভাবে আমাদের গ্রামের বুক চিরে সবকিছু নিয়ে গেল তা ভাষায় বোঝানো সম্ভব না।

জমি গেছে, ঘর গেছে, মানুষের মুখে হাসি গেছে। আমরা বারবার বলেছি, লিখেছি, কেঁদেছি। এখন যখন পানি উন্নয়ন বোর্ড এল এবং বাঁধ নির্মাণের কথা বলছে, তখন আশার আলো দেখছি।

কিন্তু দেরি হলে আর কিছুই থাকবে না এটাই আমাদের ভয়। তাই আমি সরকারের কাছে আবেদন করছি, যেন দ্রুত ও কার্যকরভাবে নদী ভাঙন রোধে বাঁধ নির্মাণের কাজ শুরু করা হয়।

‎নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান আনিস বলেন, নদী ভাঙন নিয়ে সংবাদ প্রকাশ না হলে হয়তো বিষয়টি এভাবে গুরুত্ব পেত না।

যে সকল পত্রিকায় সংবাদটি প্রকাশ হয়েছে আমরা পত্রিকার কাছে কৃতজ্ঞ। এখন চাই, সরকার দ্রুত কার্যকর উদ্যোগ নিক এবং আমাদের মানুষদের স্বস্তি ফিরিয়ে দিক।

‎বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানভীর আহমেদ বলেন, নদী ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের দল সরেজমিন তদন্ত করেছে।

আমরা দ্রুততার সঙ্গে বিষয়টি ঊর্ধ্বতন দপ্তরে প্রেরণ করেছি। আশা করছি, দ্রুত বাজেট পাস হলে নির্মাণ কাজ শুরু করা যাবে।


এই বিভাগের আরো খবর
https://slotbet.online/