দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূলীয় অঞ্চলের নৌ পথ ও সুন্দরবনের সার্বিক নিরাপত্তা সংক্রান্ত আলোচনা ও সমন্বয় সভা বুধবার জোনাল কমান্ডারের কার্যালয়, বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন, দিগরাজ, মোংলা, বাগেরহাটে অনুষ্ঠিত হয়েছে।
দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূলীয় অঞ্চলের নৌ পথ ও সুন্দরবনের সার্বিক নিরাপত্তা সংক্রান্ত আলোচনা ও সমন্বয় সভায় সাতক্ষীরা জেলার সম্মানিত পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হাসান খাঁন অংশগ্রহণ করেন।
বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ সুন্দরবন পৃথিবীর সর্ব বৃহৎ ম্যানগ্রোভ বন এবং পরিবেশগত নিরাপত্তা রক্ষায় অপরিসীম গুরুত্ব বহন করে। সুন্দরবনের ম্যানগ্রোভ উপকূলীয় অঞ্চলের বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে (ঘূর্নিঝড়, জলোচ্ছাস) ঢাল হিসেবে কাজ করে। এছাড়াও স্থানীয় অর্থনীতি যেমন মৎস্য, কাঠ, মধু, পর্যটন ইত্যাদিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ প্রেক্ষিতে সুন্দরবন রক্ষা এবং সুন্দরবনকে কেন্দ্র করে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নির্ভরশীল মানুষের নিরাপত্তা প্রদানে জেলা পুলিশ সাতক্ষীরা সর্বদা বদ্ধ পরিকর। উক্ত সমন্বয় সভায়
মোংলা বন্দরের বহিঃ নোঙ্গরে ছিঁচকে চুরি, ডাকাতি দমন; ফিশিং ট্রলার এর মাধ্যমে চোরাচালান কার্যক্রম প্রতিরোধ, সমুদ্রে ৫৮ দিনের মাছ ধরা নিষিদ্ধ বাস্তবায়ন, সুন্দরবনে বন্যপ্রানী সংরক্ষন এবং ডাকাত দমন; সুন্দরবনে চলাচলরত টুরিস্ট জাহাজ এবং যাত্রীদের নিরাপত্তায় বিভিন্ন অংশীজন যেমন পুলিশ, নৌবাহিনী, মোংলা বন্দর কর্তৃপক্ষ, শিপিং কর্পোরেশন, নৌ পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর,, মৎস্য অধিদপ্তর, বন অধিদপ্তর, কাস্টমস, নৌ পরিবহন অধিদপ্তর, লঞ্চ লেবার এসোসিয়েশন, ট্যুর অপারেটর, শিপিং এজেন্ট, শিপ অপারেটর, মৎস্য আড়ৎদার ও মাঝি মাল্লা সমিতির প্রতিনিধিদের সাথে মতবিনিময় করা হয়।
https://slotbet.online/