• বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৮:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ
মাগুরার বহুল আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের নিরাপত্তা সংক্রান্ত আলোচনা ও সমন্বয় সভায় সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হাসান খাঁনের অংশগ্রহণ তিতাসে পারভেজ হত্যা মামলার আসামি গ্রেফতার নওগাঁয় দৈনিক প্রথম কথা পত্রিকার ১১ তম বর্ষপূর্তি উৎসব পালিত পুলিশ সিভিল ড্রেসে কাউকে গ্রেফতার করতে পারবে নাঃ স্বরাষ্ট্র উপদেষ্টা সাতক্ষীরা শ্যামনগরে রূপান্তরের আয়োজনে প্লাস্টিক পলিথিন দূষণ রোধে গণ শুনানি অনুষ্ঠিত সাতক্ষীরায় ভ্যানের চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে ভবদহ সমস্যা সমাধানে নদী খনন করবে সেনাবাহিনী: সৈয়দ রিজওয়ানা হাসান খুলনার ফুলতলায় প্রকাশ্য এক যুবক‌কে গুলি ক‌রে হত্যা পটুয়াখালীর উত্তর চারা বুনিয়া ফারুকীয় হাফেজিয়া শিশু সদনে এতিম ও দুস্থদের বরাদ্দের টাকা লুটপাট

ফের শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হলেন অমরাসুরিয়া

বিশেষ প্রতিনিধি / ১৪১ বার পঠিত
প্রকাশ: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে হরিণী অমরাসুরিয়াকে আবারও নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট অনূঢ়া কুমার দিশানায়েকে। সোমবার (১৮ নভেম্বর) তাকে নিয়োগ দেয়া হয়। খবর রয়টার্সের।

শ্রীলঙ্কার সাধারণ নির্বাচনে ২২৯ আসনের মধ্যে অনূঢ়ার বামপন্থি জোট ১৫৯টি আসন পেয়েছে।

সোমবার শপথগ্রহণ অনুষ্ঠানে নতুন মন্ত্রীদের নাম ঘোষণা করেন অনূঢ়া কুমার দিশানায়েকে। এ সময় পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বিজিথা হেরাথকে নিয়োগ দেয়া হয়। তবে তিনি নতুন কোনো অর্থমন্ত্রীর নাম ঘোষণা করেননি।

দিশানায়েকে সেপ্টেম্বরে প্রেসিডেন্ট পদে জয়ী হওয়ার পর অর্থমন্ত্রণালয়ের দায়িত্ব তিনি নিজে যেভাবে পরিচালনা করেছেন সেভাবেই এখনও এই দায়িত্ব পরিচালনা করবেন।

আগামী বৃহস্পতিবার নতুন পার্লামেন্ট একজন স্পিকার নির্বাচন করবে। সেদিন সংসদ সদস্যদের সামনে মূলনীতিগুলো তুলে ধরবেন দিশানায়েকে।

এদিকে সোমবার শপথ নেয়ার পর এক বক্তৃতায় প্রেসিডেন্ট দিশানায়েকে বলেন, ‘এই ক্ষমতা জবাবদিহিতার মধ্য দিয়ে এসেছে। এখন এই ক্ষমতা নম্রতা, সংযম এবং বৈষম্যহীন মনোভাব দিয়ে চালিত হবে। এই মন্ত্রিসভা এবং সংসদের প্রতি আমার আস্থা আছে।’

এখন থেকেই আমাদের কাজের বিচার শুরু হলো, বলেন প্রেসিডেন্ট।

২০২২ সালে চরম অর্থনৈতিক সংকটে পড়ে শ্রীলঙ্কা। দেশটির অর্থনীতি ২০২২ সালে ৭.৩ শতাংশ এবং গত বছর ২.৩ শতাংশ সঙ্কুচিত হয়।

শ্রীলঙ্কার রাজনীতিতে দশকের পর দশক ধরে পারিবারিক দলগুলোর আধিপত্য ছিল। পরে সেপ্টেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে দিশানায়েকের জয়ের পর সেই আধিপত্য শেষ হয়।

সেপ্টেম্বরে দিশানায়েকে যখন প্রেসিডেন্ট নির্বাচিত হন, তখন দেশটির পার্লামেন্টে তার নির্বাচনী জোট এনপিপির আসন ছিল মাত্র তিনটি। এ কারণে তিনি পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করেন এবং আগাম নির্বাচন দেন। গত ১৩ নভেম্বর অনুষ্ঠিত আগাম নির্বাচনে তার জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

গত সেপ্টেম্বরে দিশানায়েকে প্রধানমন্ত্রী পদে অমরাসুরিয়াকে নির্বাচিত করেন এবং পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নির্বাচিত করেন হেরাথকে। নতুন সরকারে তিনি তাদেরকেই পুনর্নিয়োগ দিলেন।

প্রধানমন্ত্রী অমরাসুরিয়া (৫৪) ‘প্রেফারেন্শিয়াল ভোটে’ দ্বিতীয় সর্বোচ্চ ভোট লাভ করেন। তিনি এডিনবার্গ বিশ্ববিদ্যালয় থেকে সামাজিক নৃবিজ্ঞানে ডক্টরেট ডিগ্রি লাভ করেন।


এই বিভাগের আরো খবর
https://slotbet.online/