পিরোজপুরের বিশিষ্ট শিক্ষানুরাগী তেজদাসকাঠী কলেজসহ একাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আব্দুস সোবহান এর ২৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার দুপুরে তার প্রতিষ্ঠিত পিরোজপুর সদর উপজেলার তেজদাসকাঠী কলেজ অডিটোরিয়ামে মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও পিরোজপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী ও শিক্ষা প্রতিষ্ঠানটির প্রাক্তন ও বর্তমান শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়। এ সময় বক্তারা আব্দুস সোবহানের স্মৃতিচারণ করেন।
এ সময় বক্তারা বলেন, আব্দুস সোবহান অবহেলিত এলাকায় শিক্ষার আলো পৌঁছে দিতে অসামান্য অবদান রেখেছেন। বিভিন্ন শিক্ষামূলক প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পাশাপাশি তিনি মানুষকে অকাতরে দান করেছেন। এ সময় কলেজের অধ্যক্ষ এবং আব্দুস সোবহানের পুত্র জেলা বিএনপি’র আহবায়ক মোঃ আলমগীর হোসেন বলেন,
তার বাবার মতো তিনিও ওই এলাকায় শিক্ষা বিস্তারে অবদান রাখতে চান এবং সে লক্ষ্যেই তিনি কাজ করে যাচ্ছেন। আলোচনা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
https://slotbet.online/