• বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৯:০০ পূর্বাহ্ন
সর্বশেষ
মাগুরার বহুল আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের নিরাপত্তা সংক্রান্ত আলোচনা ও সমন্বয় সভায় সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হাসান খাঁনের অংশগ্রহণ তিতাসে পারভেজ হত্যা মামলার আসামি গ্রেফতার নওগাঁয় দৈনিক প্রথম কথা পত্রিকার ১১ তম বর্ষপূর্তি উৎসব পালিত পুলিশ সিভিল ড্রেসে কাউকে গ্রেফতার করতে পারবে নাঃ স্বরাষ্ট্র উপদেষ্টা সাতক্ষীরা শ্যামনগরে রূপান্তরের আয়োজনে প্লাস্টিক পলিথিন দূষণ রোধে গণ শুনানি অনুষ্ঠিত সাতক্ষীরায় ভ্যানের চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে ভবদহ সমস্যা সমাধানে নদী খনন করবে সেনাবাহিনী: সৈয়দ রিজওয়ানা হাসান খুলনার ফুলতলায় প্রকাশ্য এক যুবক‌কে গুলি ক‌রে হত্যা পটুয়াখালীর উত্তর চারা বুনিয়া ফারুকীয় হাফেজিয়া শিশু সদনে এতিম ও দুস্থদের বরাদ্দের টাকা লুটপাট

পিরোজপুরের জেলা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানদের বিরুদ্ধে দুদকের মামলা

গণজাগরণ প্রতিবেদক / ২২ বার পঠিত
প্রকাশ: বুধবার, ১৯ মার্চ, ২০২৫

 পিরোজপুরের জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালমা রহমান হ্যাপী এবং পিরোজপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান খালেকের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুদক।

মঙ্গলবার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ এনে দুদকের পিরোজপুর জেলা সমন্বিত কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোঃ কামরুজ্জামান বাদী হয়ে পৃথক দুটি মামলা করেছেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি তারা নিশ্চিত করেছেন।

যার মামলা নং ০৩/২০২৫, ০৪/২০২৫।তারিখ ১৯/০৩/২০২৫। তারা দুজন সম্পর্কে স্বামী স্ত্রী।

মামলার বিবরনিতে দেখা গেছে,
মজিবুর রহমান খালেক তার জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ তিন কোটি ছিয়াশি লক্ষ উনআশি হাজার নয়শত

চৌত্রিশ টাকা মুল্যের স্থাবর এবং অস্থাবর সম্পত্তি অর্জনপুর্বক ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

এছাড়া সালমা রহমান হ্যাপী তার জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ এক কোটি আশি লক্ষ এক হাজার দুইশত উননব্বই টাকা মুল্যের স্থাবর এবং অস্থাবর সম্পত্তি

অর্ওনপুর্বক ভোগ দখল রেখে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১)ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

তাছাড়া মজিবুর রহমান খালেক এর নামে জেলার বিভিন্ন মৌজায় ১৫.৪৫ একর জমি, মাছিমপুর মৌজার ম্যাটারনিটি সড়কে আবাসিক বাড়ি,ও এ এগ্রো ফুড লিমিটেড নামীয়

কম্পানীর ভবন এবং মেশিনারিজ ক্রয়,একই কম্পানির শেয়ার ক্রয়, ব্যাংক জমার স্থিতি, বীমা পলিসি বাবদ টাকা, আইচ ফ্যাক্টরি নির্মান,মেসার্স তৌকির কনস্ট্রাকশন নামে

ঠিকাদারি ব্যাবসা,মেসার্স অভি ট্রেডার্স, মেসার্স অভি ব্রিকস নামে ইট ভাটায় বিনিয়োগ সহ অন্যান্য অস্থাবর সম্পদ সহ মোট পাচ কোটি আটান্ন লক্ষ একত্রিশ হাজার তিনশত আশি টাকা মুল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পেয়েছেন দুদক।

সালমা রহমান হ্যাপীর নামে পিরোজপুর জেলার বিভিন্ন মৌজায় ১০.০৬৫ একর জমি, মাছিমপুর মৌজায় ১৮শতক জমিসহ একটি দালান ঘড়,শহরের আমলাপড়া এলাকায় সেমি

পাকা একটি দালান ঘড়, রাজধানী ঢাকার পল্লবী থানার বাউনিয়া মৌজায় ০৫ কাঠা জমি ক্রয়,মেসার্স আবির এন্ড

ব্রাদার্স নামে ঠিকাদারি ব্যাবসা, টয়োটা এলিয়ন নামীয় ব্যাক্তিগত গাড়ি ক্রয়, ব্যাংক জমার স্থিতি ও বীমা পলিসি বাবদ টাকা, বিভিন্ন ব্যাবসায় বিনিয়োগ সহ মোট দশ কোটি চব্বিশ লক্ষ আটাত্তর হাজার আটশত পচিশ টাকার স্থাবর – অস্থাবর সম্পদের তথ্য পেয়েছেন দুদক।

দুদক পিরোজপুর জেলা সমন্বিত কার্যালয়ের উপ পরিচালক মোঃ আমিনুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের উভয়ের বিরুদ্ধে অসাধু উপায়ে অর্জিত ও জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনপুর্বক নিজ ভোগ দখলে

রেখে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে তাদের উভয়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়ের নির্দেশে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে।

এ বিষয়ে মজিবুর রহমান খালেক এবং সালমা রহমান হ্যাপীর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।


এই বিভাগের আরো খবর
https://slotbet.online/