সারা দেশের ন্যায় পিরোজপুরে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে বৃহস্পতিবার পিরোজপুর জেলা ছাত্রদলের পক্ষ থেকে ফাইল, কলম ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়েছে।
এছাড়াও পরীক্ষার্থীদের সাথে আসা অভিভাবকদের বসার জন্য সুব্যবস্থাসহ বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইনসহ ব্যাবস্থা করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার, সম্পাদক মাহমুদ হাসান শাহীন, সিনিয়র সহ-সভাপতি রেহান শেখ রাজু, সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক আল ইমরান মনু, দপ্তর সম্পাদক খালিদ হাসান।
আরও উপস্থিত ছিলেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিক রনি, সহ-সভাপতি মাহিন মোল্লা,
সহ-সভাপতি মো: সাব্বির, সহ-সভাপতি দিনার আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল খান, কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মুন্নাসহ জেলা ও কলেজ ছাত্রদলের অন্যন্ন নেতা ও কর্মীবৃন্দ।
এসময় জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, পরিক্ষা চলাকালীন সময়ে জেলা ছাত্রদল এই কার্যক্রম অব্যহত থাকবে ও পরিক্ষার সুষ্ঠ পরিবেশ বজায় রাখতেও বলেন।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীন বলেন, তারেক রহমান এর নির্দেশে আমরা সকল কার্যক্রম পরিচালনা করব সামনের দিন গুলোতে।
অভিভাবকগন জেলা ছাত্রদলের এই সেবামূলক কার্যক্রমে সন্তুষ্ট প্রকাশ করে।
https://slotbet.online/