নোয়াখালীতে করোনায় আক্রান্ত হয়ে জেবল হক (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত জেবল হক কবিরহাট উপজেলার লামছি গ্রামের গনু মিয়ার পুত্র।
নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার ফরিদ উদ্দিন চৌধুরী গণমাধ্যমকে জানান,
মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে তার মৃত্যু হয়।
সকাল ১০টার দিকে ওই বৃদ্ধ শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন।
পরে তাকে করোনা সন্দেহে টেস্ট করা হলে বেলা ৩টায় তার করোনা পজিটিভ আসে।
পরে বৃদ্ধকে হাসপাতালের আলাদা করোনা ইউনিটে ভর্তি করা হয়। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এখন পর্যন্ত নোয়াখালীতে মোট ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
কিট সল্পতার কারণে উপজেলা পর্যায়ে করোনা টেস্ট এখনো শুরু করা সম্ভব হয়নি।
https://slotbet.online/