গোধূলির বিদায় পারম্ভে তুমি এসো ফিরে
এক ঝাঁক শালিকের সারিতে একান্ত আমার হয়ে।
তুমি বাড়ী না ফিরা কোন এক ফেরারি আসামি
আমার মনের রাজত্বে তুমি দন্ডপ্রাপ্ত হৃদয় হরণ করী।
কতো কথা জমা,
শুধু হয়নি বলা এখোনও আছি তোমারি পথ চেয়ে।
তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো
কোন এক গোধূলি বেলায়-
এক ঝাঁক গাঙ্গ শালিকের ওড়াউড়ি সারিতে।
আমি খোঁজে নিবো তোমায়
আমার চেনা সেই ঘ্রাণে।
তুমি ফিরে এসো
https://slotbet.online/