মোঃ জাবেদ হোসেনঃ
চাঁদপুরে মামির পৈশাচিক নির্যাতনের শিকার হয়েছে রুজিনা নামের ২০ বছরের এক কিশোরী।
এই ঘটনায় পুলিশ তার মামা রুবেল মোল্লা এবং মামি রোকেয়া বেগমকে আটক করেছে।
জানাযায় যে, আপন মামাত বোন শিশু রাজিয়া ও মামাত ভাই প্রতিবন্ধী রিফাতকে দেখাশুনা করার জন্য গত ৬ মাস পূর্বে রুজিনা কে তার মামা রুবেল মোল্লার
চাঁদপুর শহরের মাদ্রাসা রোডের বাসায় আনা হয়।
কারণে অকারণে ভুল ধরে রুজিনার ওপর অমানবিক ও পৈশাচিক নির্যাতন চালায় তার মামি রোকেয়া বেগম।
নির্যাতন সইতে না পেরে রুজিনা বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে মাদ্রাসা রোডের জনৈক মহিউদ্দিনের বাড়ী থেকে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন তাকে দেখতে পায়। পরে চাঁদপুর সদর মডেল থানা পুলিশকে বিষয়টি জানায়।
ওই সড়কের বাসিন্দা শিক্ষার্থী মোরশেদ আলম ও ফরহাদ হোসেন জানান, রুজিনা রাস্তার পাশে কান্না করতে থাকে। তাকে কথায় কথায় নির্যাতন করা হয়, মামার বাসা থেকে সে পালিয়ে এসেছে বলে জানায়।
পরে তার অবস্থা দেখে আমরা পুলিশকে বিষয়টি অবহিত করলে ঘটনাস্থল থেকে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কাউসার রুবেল মোল্লা ও তার স্ত্রী রোকেয়াকে আটক করে থানায় নিয়ে আসে।
https://slotbet.online/