• শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৬:২০ অপরাহ্ন
সর্বশেষ
জয়পুরহাটে রক্তদান সোসাইটির বৃক্ষরোপণ কর্মসূচি বীরগঞ্জের লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিকীকে রাজকীয় বিদায় সংবর্ধনা ইরান – ইসরায়েলের যুদ্ধ কোন পথে বাংলাদেশ সংবাদ সংস্থার সুযোগ্য চেয়ারম্যান মহোদয়ের প্রচেষ্টার ফসল: উন্মুক্ত করা হলো পাইকগাছার নাছিরপুর খাল লালমনিরহাটে বিসিক কর্মকর্তা রুহুল আমিনের পদোন্নতি প্রাপ্তিতে শুভেচ্ছা নোয়াখালীতে করোনায় ১জনের মৃত্যু: শনাক্ত-৩ তিতাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত বীরগঞ্জের ঢেপা নদীর ভাঙন এলাকা পরিদর্শন: দ্রুত বাঁধ নির্মাণের আশ্বাস সাতক্ষীরার ভোমরা টু পদ্মশাঁখরা সড়কটি মরণ ফাঁদে পরিণত: দুর্ঘটনার আশঙ্কা বীরগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর ঘটনা তদন্তে পিবিআই
নোটিশ
ভিন্ন মাত্রার দৈনিক গণজাগরণ পরিবারে আপনাকে স্বাগতম।

আমরা প্লেয়ার, খেলি-কিন্তু ফাউল খেলি নাঃ ভিপি নুর

অপূর্ব সরকার, পটুয়াখালী প্রতিনিধিঃ / ৩৭ বার পঠিত
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা এবং প্রশাসনের পক্ষপাতিত্ব নিয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

তিনি বলেছেন, লেভেল প্লেয়িং ফিল্ড বা সবার জন্য সমান সুযোগের পরিবেশ তৈরি না হলে কোনো নির্বাচন হবে না বরং গণঅধিকার পরিষদ মাঠে নামবে।

সোমবার (১৬ জুন) সন্ধ্যায় পটুয়াখালী পৌর শহরের নতুন বাজারে জেলা গণঅধিকার পরিষদের আয়োজনে ঈদ-পরবর্তী এক সমাবেশে এসব মন্তব্য করেন তিনি।

একই অনুষ্ঠানে তিনি কেন্দ্রীয় নেতা শহীদুল ইসলাম ফাহিমকে পটুয়াখালী-১ আসনে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

‎প্রশাসনের বর্তমান ভূমিকার তীব্র সমালোচনা করে বলেন, দেশে এখনো লুটপাট, দখলদারি এবং রাজনৈতিক নিপীড়ন চলছে।

প্রশাসনকে দলীয় স্বার্থে ব্যবহার করা হচ্ছে এবং ডিসি-এসপিদের দিয়ে নির্বাচনী মাঠ সাজানো হচ্ছে যা অতীতের পুনরাবৃত্তি ছাড়া আর কিছু নয়।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “এই প্রশাসন দিয়ে কোনো নির্বাচন হতে পারে না। যদি ডিসির মতো দলবাজরা থাকেন, তবে জনগণই তাদের শিক্ষা দেবে।”

‎‘আমরা খেলি, তবে ফাউল খেলি না’—চ্যালেঞ্জ ছুড়ে দিলেন নুর।

‎‎আক্রমণাত্মক ভঙ্গিতে ভিপি নুর বলেন, “তারা বলে, আমাদের চামড়া তুলে নেবে। আমরা কি ললিপপ চুষবো? আসেন চামড়া তুলতে, আমরা প্লেয়ার।

খেলতে জানি, খেলি কিন্তু ফাউল খেলি না। সময় এলে আমরাও মাঠে নামবো।” তিনি আরও বলেন, “ভোট হবে না, যদি না মানুষ মাঠে দাঁড়াতে পারে।

আমাদের ওপর হামলা হচ্ছে, মিছিল-মিটিং করা যাচ্ছে, প্রশাসন চুপ। এই অবস্থা চলতে পারে না।”

‎পটুয়াখালীর বর্তমান জেলা প্রশাসকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে ভিপি নুর তার অপসারণ দাবি করেন। তিনি বলেন, “এই ডিসি পক্ষপাতদুষ্ট, টাকার বিনিময়ে কাজ করেন। আমরা তাকে তালাক দিয়েছি, এখনো থাকলে সেটা পটুয়াখালীবাসীর জন্য ক্ষতির। ডিসিকে অপসারণ না করলে জনগণ গাট্টিবস্তা করে লঞ্চে তুলে দেবে।

” তিনি জনপ্রশাসন সচিবের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “এই ব্যক্তিকে সরানো এখন সময়ের দাবি।”

‎নির্বাচন নিয়ে নিজের পূর্ববর্তী অবস্থানের পরিবর্তন করে ভিপি নুর বলেন, “ড. ইউনূসের সামনে আমরা নির্বাচন চেয়ে কথা বলেছি, কিন্তু এখন ক্ষমা চাইছি।

আগে পরিবেশ তৈরি হোক—রাজনৈতিক সন্ত্রাস বন্ধ হোক, সভা-সমাবেশের স্বাধীনতা আসুক, তারপর রোডম্যাপ হোক।” তিনি প্রশ্ন তোলেন, “বিএনপিকে ছাড়া আর কোনো দল মাঠে থাকতে পারছে না। তাহলে নির্বাচন কেমন করে সম্ভব?”

‎”গণঅধিকারকে আন্ডারস্টিমেট করবেন না। আমরা সাত বছরে যা করেছি, তা অনেকের সাত দশকেও হয়নি। মিঠুন চক্রবর্তীর সিনেমার মতো, ‘আমরা খবর দেখি না, খবর বানাই’।”

‎জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছাড়া কোনো রাজনৈতিক প্রক্রিয়া সফল হবে না।

‎সমাবেশে উপস্থিত ছিলেন জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটুর সভাপতিত্বে আয়োজিত এই সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় অর্থ সম্পাদক শহীদুল ইসলাম ফাহিম, প্রচার সম্পাদক মো. শহিদুল ইসলাম, জেলা সদস্য সচিব মো. শাহ আলম সিকদার, ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. মহসিন ইসলাম প্রমুখ।


এই বিভাগের আরো খবর
https://slotbet.online/