• বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৯:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ
মাগুরার বহুল আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের নিরাপত্তা সংক্রান্ত আলোচনা ও সমন্বয় সভায় সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হাসান খাঁনের অংশগ্রহণ তিতাসে পারভেজ হত্যা মামলার আসামি গ্রেফতার নওগাঁয় দৈনিক প্রথম কথা পত্রিকার ১১ তম বর্ষপূর্তি উৎসব পালিত পুলিশ সিভিল ড্রেসে কাউকে গ্রেফতার করতে পারবে নাঃ স্বরাষ্ট্র উপদেষ্টা সাতক্ষীরা শ্যামনগরে রূপান্তরের আয়োজনে প্লাস্টিক পলিথিন দূষণ রোধে গণ শুনানি অনুষ্ঠিত সাতক্ষীরায় ভ্যানের চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে ভবদহ সমস্যা সমাধানে নদী খনন করবে সেনাবাহিনী: সৈয়দ রিজওয়ানা হাসান খুলনার ফুলতলায় প্রকাশ্য এক যুবক‌কে গুলি ক‌রে হত্যা পটুয়াখালীর উত্তর চারা বুনিয়া ফারুকীয় হাফেজিয়া শিশু সদনে এতিম ও দুস্থদের বরাদ্দের টাকা লুটপাট

চট্টগ্রামে আন্দোলনে গুলি ছোড়া ‘সন্ত্রাসী’ গ্রেপ্তার সাতক্ষীরায়

বিশেষ প্রতিনিধি / ৯৬ বার পঠিত
প্রকাশ: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

সাতক্ষীরা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর চট্টগ্রামের পুলিশ বলছে, তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর ‘গুলি ছুড়েছিলেন’।

৩২ বছর বয়সী তৌহিদুল ইসলাম ওরফে ফরিদ চান্দগাঁও শমসের পাড়ার বাসিন্দা।

ফরিদকে ‘পেশাদার সন্ত্রাসী’ বর্ণনা দিয়ে পুলিশ বলছে, তার কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি।

চট্টগ্রামের উপ কমিশনার (ক্রাইম) রইছ উদ্দিন জানিয়েছেন, ফরিদ ভারতে পালানোর চেষ্টায় সাতক্ষীরা গিয়েছিলেন।

সাতক্ষীরা সদর থানার কামালনগর এলাকা থেকে শুক্রবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয় বলে রইছ উদ্দিন জানিয়েছেন।

শনিবার নগর পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এসে উপ কমিশনার রইছ উদ্দিন বলেছেন, ফরিদের বিরুদ্ধে হত্যাসহ অন্তত ১২টি মামলা আছে।

বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে চট্টগ্রামে আন্দোলনকারীদের ওপর ‘গুলি ছোড়ার কথা ফরিদ স্বীকার করেছে’ বলে পুলিশের ভাষ্য।

উপ কমিশনার রইছ উদ্দিন বলেন, “সরকার পতনের আগের দিন ৪ অগাস্ট ফরিদ ছাত্র-জনতার উপরে শট গান দিয়ে গুলি ছুড়েছিল। তার কাছে কয়েকটি আগ্নেয়াস্ত্র আছে। যে অস্ত্রটি ছাত্র আন্দোলনে ব্যবহার করা হয়েছিল সেটা বিদেশি।”

অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ বলেন, “ফরিদ একাই ২৮ রাউন্ড গুলি ছুড়েছিল।”

ফরিদের কাছে থাকা আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধারের জন্য তাকে পুলিশ হেফাজতে আনতে আদালতে আবেদন করা হবে বলে উপ কমিশনার তারেক আজিজ জানিয়েছেন।


এই বিভাগের আরো খবর
https://slotbet.online/