সৌদি আরবে দেখা গেছে পবিত্র জিলহজ মাসের চাঁদ। চাঁদ দেখার পর ৪ জুন ২০২৫ সালের পবিত্র হজ্বের আনুষ্ঠানিকতা শুরুর ঘোষণা দিয়েছে সৌদি আরবের সর্বোচ্চ আদালত।
সৌদি আরবের সর্বোচ্চ আদালত চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত হওয়ার পর মঙ্গলবার (২৭ মে) দেশটির সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এক বিবৃতিতে জানিয়েছে, চলতি বছর পবিত্র হজ্বের আনুষ্ঠানিকতা শুরু হবে ৪ জুন।
এর আগে সোমবার সৌদি হজ্ব মন্ত্রী তাওফিক আল-রাবিয়া এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এক মিলিয়নেরও বেশি যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
হজ ইসলামের পাঁচটি মূল স্তম্ভের একটি, যা শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমানের জীবনে একবার পালন করা ফরজ। প্রতিবছর হিজরি চন্দ্রবর্ষের শেষ মাস জিলহজের ৮ থেকে ১৩ তারিখ পর্যন্ত হজ্ব অনুষ্ঠিত হয়।
https://slotbet.online/