মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স জামাল পুর সদর উপজেলা নরুন্দি তদন্ত কেন্দ্র পুলিশ।
এই প্রতিপাদ্যকে বিষয়টিকে প্রাধান্য দিয়ে ১১এপ্রিল/ ২০২৫ ইং তারিখ রোজ শুক্রবার দুপুর ১২ ঘটিকার সময় নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ৩টি তাজা গাজা গাছ গাজা উৎপাদনকারী আকাশকে আটক করেছে।
জামালপুর সদর থানার অধিনস্ত নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ ওবায়দুল হকের দিক নির্দেশনায় এস আই আবুল কাশেমের নেতৃত্ব গোপন সংবাদের ভিওিতে নরুন্দি ইউনিয়নের নয়াপাড়া গ্রামে বিশেষ অভিযান করে মোঃ দুলাল উদ্দিনে বাড়ীর পুকুর পাড় হইতে দুলালের ছেলে আকাশ (২৫)কে ৩টি তাজা গাজাগাছসহ আটক করে কোর্টে চালান দিয়েছে।
এলাকাবাসী জানায় অনেক দিন ধরে তারা গাজাগাছ লাগিয়ে তারা গাজা বিক্রি করে আসছিল। তারা আকাশএর উপযুক্ত শাস্তি দাবি করেন এবং নরুন্দি তদন্ত কেন্দ্রে পুলিশ টিমকে ধন্যবাদ জানায়। তাকে আটকে এলাকার সর্বস্তরের মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে।