চলতি অর্থবছরের (২০২৪-২৫) প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে মাত্র ৩৬.৬৫ শতাংশ। এর আগে ২০১২-১৩ অর্থবছর থেকে গত ১২ বছরে বা এক যুগে কোনো অর্থবছরেই এ সময়ে এডিপি বাস্তবায়নের হার ৪১ শতাংশের কম ছিল না।
পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, চলতি অর্থবছরের এডিপিতে বরাদ্দ রয়েছে ২ লাখ ৭৮ হাজার ২৮৯ কোটি টাকা। এর মধ্যে জুলাই-মার্চ মাসে মন্ত্রণালয় ও বিভাগগুলো ব্যয় করতে পেরেছে মাত্র ৮২ হাজার ৮৯৪ কোটি টাকা, যা মোট বরাদ্দের মাত্র ৩৬.৬৫ শতাংশ।
আইএমইডির প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা যায়, ২০১২-১৩ থেকে ২০২৪-২০২৫ অর্থবছর পর্যন্ত কোনও অর্থবছরেই প্রথম ৯ মাসে এডিপি বাস্তবায়ন ৪০ শতাংশের কম হয়নি। এর মধ্যে গত অর্থবছরের (২০২৩-২৪) একই সময়ে ব্যয় হয়েছিল ১ লাখ ৭ হাজার ৬১২ কোটি টাকা, যা মোট বরাদ্দের ৪২.৩০ শতাংশ। তার আগে ২০২২-২৩ অর্থবছরের প্রথম ৯ মাসে এডিপি বাস্তবায়ন হয়েছিল ৪১.৬৫ শতাংশ, ২০২১-২২ অর্থবছরে ৪৫.০৫ শতাংশ এবং ২০২০-২১ অর্থবছরে ৪১.৯২ শতাংশ।
এছাড়া ২০১৯-২০, ২০১৮-১৯ ও ২০১৭-১৮ অর্থবছরের প্রথম ৯ মাসে যথাক্রমে এডিপি বাস্তবায়নের হার ছিল ৪৫.০৮, ৪৭.২২ ও ৪৫.৬৫ শতাংশ। আর ২০১৬-১৭, ২০১৫-১৬, ২০১৪-১৫, ২০১৩-২০১৪ ও ২০১২-২০১৩ অর্থবছরের একই সময় এডিপি বাস্তবায়ন হয়েছিল যথাক্রমে ৪৫.১৫, ৪৪.৭০, ৪৭.৪৪ শতাংশ, ৪৭ শতাংশ ও ৪৭ শতাংশ।
এদিকে গত মার্চ মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে ৬.৭৮ শতাংশ বা ১৫ হাজার ৩৩৭ কোটি টাকা। আর গত ২০২৩-২৪ অর্থবছরের একই সময় অর্থাৎ মার্চে এডিপি বাস্তবায়ন হয়েছিল ৮.৬৫ শতাংশ।
https://slotbet.online/