• বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৩:২০ পূর্বাহ্ন
সর্বশেষ
মাগুরার বহুল আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের নিরাপত্তা সংক্রান্ত আলোচনা ও সমন্বয় সভায় সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হাসান খাঁনের অংশগ্রহণ তিতাসে পারভেজ হত্যা মামলার আসামি গ্রেফতার নওগাঁয় দৈনিক প্রথম কথা পত্রিকার ১১ তম বর্ষপূর্তি উৎসব পালিত পুলিশ সিভিল ড্রেসে কাউকে গ্রেফতার করতে পারবে নাঃ স্বরাষ্ট্র উপদেষ্টা সাতক্ষীরা শ্যামনগরে রূপান্তরের আয়োজনে প্লাস্টিক পলিথিন দূষণ রোধে গণ শুনানি অনুষ্ঠিত সাতক্ষীরায় ভ্যানের চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে ভবদহ সমস্যা সমাধানে নদী খনন করবে সেনাবাহিনী: সৈয়দ রিজওয়ানা হাসান খুলনার ফুলতলায় প্রকাশ্য এক যুবক‌কে গুলি ক‌রে হত্যা পটুয়াখালীর উত্তর চারা বুনিয়া ফারুকীয় হাফেজিয়া শিশু সদনে এতিম ও দুস্থদের বরাদ্দের টাকা লুটপাট

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে নারী-শিশুসহ ১২ বাংলাদেশী উদ্ধার

গণজাগরণ প্রতিবেদক / ৯ বার পঠিত
প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

‎সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সীমান্ত  দিয়ে ভারতে পাচারকালে নারী-শিশুসহ ১২ বাংলাদেশীকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

‎সোমবার দুপুর ও বিকালে বকচর এলাকার সীমান্তে পৃথক অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। এ সময় পালিয়ে যায় দুই মানব পাচারকারী।

‎উদ্ধারকৃতরা হলেন, খুলনা জেলার কয়রা উপজেলার হাতিয়ারডাঙ্গা গ্রামের শ্রী অনুপম সরকার (২৮), তার স্ত্রী পিংকী বৈরাগী (২৬), পুত্র দেবরাজ সরকার (৮), পাইকগাছা উপজেলার খড়িয়া বাসাখালী গ্রামের শচীন সানা (১৮), টাঙ্গাইলের নাগরপুর উপজেলার রুমি (১৮), পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার জরিপেরচর গ্রামের সুইটি ইসলাম (২২), বাগেরহাটের মোংলা উপজেলার দক্ষিণ মালগাজী গ্রামের নুর নাহার (৪০), তার পুত্র রাজ সিকদার (১৪), মেয়ে ইশা মনি (৩), একই এলাকার সোহানা (৭), নাটোরের লালপুর থানার বাহাদিপুর গ্রামের শামীম আহমেদ (৪০) এবং একই উপজেলার আজগোরা গ্রামের নীলা মল্লিক (৩২)।

‎এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন খবরে সোমবার দুপুরে আরবিজি কোম্পানীর অধীনস্থ বয়েসিং ভাসমান বিওপির টহল দল বকচর এলাকায় অভিযান চালায়। এ সময় ভারতে পাচারকালে ছয় বাংলাদেশিকে উদ্ধার করা হয়।

‎উদ্ধারকৃতদের ভাষ্যমতে, ভালো চাকরি দেওয়ার পাশাপাশি বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার কথা বলে তাদের ভারতে পাচার করছিল শ্যামনগর উপজেলার শৈলখালী গ্রামের জাহার আলীর পুত্র মোঃ মামুন (৩২) ও নূর আমিনের পুত্র মোঃ আইজুল (৩৮)।

‎ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সোমবার বিকালে গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির আরবিজি কোম্পানীর অধীনস্থ কৈখালী বিওপির টহল দল বকচর এলাকায় ফের অভিযান চালায়। এ সময়ও ছয় বাংলাদেশিকে উদ্ধার করা হয়।


‎উদ্ধারকৃতদের শ্যামনগর থানায় হস্তাস্তর ও পলাতক মানব পাচারকারী চক্রের সদস্যদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছেন বিএন অধিনায়ক লে. কমান্ডার সৈয়দ আব্দুর রউফ।


এই বিভাগের আরো খবর
https://slotbet.online/