শ্রীমঙ্গলস্থ মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরে গ্রাহকদের দ্রুত সেবা প্রদানের লক্ষ্যে জনতা ব্যাংক পিএলসির বিদ্যুৎ বিল কালেকশন বুথের উদ্বোধন করা হয়েছে।
বাংলাদেশে এই প্রথম পল্লী বিদ্যুৎ সমিতির কোন কার্যালয়ে বিদ্যুৎ বিল কালেকশন বুথ স্থাপন করা হলো। ১৪ মে (বুধবার) বিদ্যুৎ বিল কালেকশন বুথ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক এ.বি.এম মিজানুর রহমান।
জনতা ব্যাংক পিএলসি, শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক মো: সালাহ্ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বুথ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক পিএলসি মৌলভীবাজার এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক মো: রফিকুল ইসলাম,
সহকারী মহাব্যবস্থাপক তাহমিনা আক্তার, ইস্পাহানি জেরিন চা বাগানের ডিজিএম সেলিম রেজা, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী মহাব্যবস্থাপক(অর্থ-হিসাব) লতেশ চন্দ্র রায় প্রমূখ।
এ সময় বুথের সামনে বেশ কিছু গ্রাহককে বিল জমা দিতে দেখা যায়। উপস্থিত গ্রাহকরা বিল প্রদানের জন্য ব্যাংকের বুথ স্থাপন করায় স্বস্তি প্রকাশ করেন।
https://slotbet.online/