মৌলভীবাজারেরবশ্রীমঙ্গলে ১২৭টি সোলার স্ট্রিট লাইট স্থাপন করে এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে। এর ফলে আলোকিত হয়েছে পর্যটকদের জন্য গুরুত্বপূর্ণ রাধানগর ও কালিঘাট এলাকার দু’টি সড়ক।
শ্রীমঙ্গলে নিরাপদ ও পরিবেশবান্ধব পর্যটন ব্যবস্থাপনার লক্ষ্যে যুক্ত হলো এই সড়ক বাতি।
শনিবার বিকাল ৪টায় ৯ কিলোমিটার সড়কজুড়ে ১২৭টি সোলার স্ট্রিট লাইট স্থাপনের মধ্য দিয়ে আলোর পথে এগিয়ে চলার এই যাত্রা শুরু হলো। শ্রীমঙ্গলের পরিবেশবান্ধব পর্যটক গ্রাম রাধানগর এলাকায় এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য আয়োজনে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সোলার স্ট্রিট লাইটের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং ইউডিজিপি প্রজেক্ট ডিরেক্টর ড. আবু নছর মোঃ আব্দুল্লাহ। তিনি এই প্রকল্পকে শ্রীমঙ্গলের পর্যটন উন্নয়নের একটি মাইলফলক বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন। তিনি বলেন, শ্রীমঙ্গলের পর্যটকদের নিরাপত্তা ও চলাচল সহজতর করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা পর্যটনবান্ধব একটি উপজেলা গড়তে কাজ করছি।
https://slotbet.online/