শাহ মুহাম্মদ ইমতিয়াজ চৌধুরী, শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুরে বোরো ধানের ক্ষেতে সেচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু ঘটেছে। বুধবার সকাল আটটার দিকে শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের ছাত্তারকান্দি গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
স্থানীয়দের ভাষ্যমতে, বৈদ্যুতিক সেচ পাম্প চালু করার সময় কৃষক আকরাম হোসেন (৪৫) বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিকভাবে সাহায্যের জন্য এগিয়ে আসেন কৃষি শ্রমিক আব্দুল হানিফ (৫৫)। কিন্তু সহকর্মীকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন। উভয়েরই ঘটনাস্থলেই মৃত্যু হয়।
স্থানীয় কৃষকরা সেচ পাম্পের কাছে দু’জনের বিদ্যুৎস্পৃষ্ট মরদেহ পরে থাকতে দেখে তাৎক্ষণিক তাদের পরিবারকে খবর দেন। মৃত আব্দুল লতিফের পুত্র আকরাম হোসেন এবং মৃত সমেজ আলীর পুত্র আব্দুল হানিফ – দুজনেই ছাত্তারকান্দি গ্রামের বাসিন্দা ছিলেন।
শেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ‘এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে’।
এই মর্মান্তিক ঘটনা একদিকে যেমন কৃষি শ্রমিকদের জীবনে ঝুঁকির কথা স্মরণ করিয়ে দেয়, অন্যদিকে সঙ্কটের মুহূর্তে একজন কৃষক অন্যজনকে বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করার মধ্য দিয়ে অসাধারণ মানবিক মূল্যবোধের পরিচয় দিয়েছেন।
https://slotbet.online/