• বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৯:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ
মাগুরার বহুল আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের নিরাপত্তা সংক্রান্ত আলোচনা ও সমন্বয় সভায় সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হাসান খাঁনের অংশগ্রহণ তিতাসে পারভেজ হত্যা মামলার আসামি গ্রেফতার নওগাঁয় দৈনিক প্রথম কথা পত্রিকার ১১ তম বর্ষপূর্তি উৎসব পালিত পুলিশ সিভিল ড্রেসে কাউকে গ্রেফতার করতে পারবে নাঃ স্বরাষ্ট্র উপদেষ্টা সাতক্ষীরা শ্যামনগরে রূপান্তরের আয়োজনে প্লাস্টিক পলিথিন দূষণ রোধে গণ শুনানি অনুষ্ঠিত সাতক্ষীরায় ভ্যানের চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে ভবদহ সমস্যা সমাধানে নদী খনন করবে সেনাবাহিনী: সৈয়দ রিজওয়ানা হাসান খুলনার ফুলতলায় প্রকাশ্য এক যুবক‌কে গুলি ক‌রে হত্যা পটুয়াখালীর উত্তর চারা বুনিয়া ফারুকীয় হাফেজিয়া শিশু সদনে এতিম ও দুস্থদের বরাদ্দের টাকা লুটপাট

শেরপুরে চোর সন্দেহে গণপিটুনিতে প্রাণ গেল একজনেরঃ গুরুতর আহত পাঁচজন

গণজাগরণ প্রতিবেদক / ২৫৭ বার পঠিত
প্রকাশ: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫

শেরপুর জেলা প্রতিনিধিঃ মধ্যরাতের নীরবতা ভেঙে হঠাৎ শোনা গেল উত্তেজিত জনতার চিৎকার। কিছুক্ষণের মধ্যেই ছড়িয়ে পড়ল আর্তনাদ। শেরপুর-ঢাকা মহাসড়কের পাশে দক্ষিণ নকলা এলাকায় রবিবার রাত সাড়ে দশটায় একটি সন্দেহের বশবর্তী হয়ে ক্ষিপ্ত জনতার গণপিটুনিতে প্রাণ হারালেন মুসলিম উদ্দিন (৪৫)। একই ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছেন আরও পাঁচজন।

নিহত মুসলিম উদ্দিন ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের গোমড়া এলাকার মৃত মইজ উদ্দিনের সন্তান। তাঁর সঙ্গে ছিলেন একই এলাকার আমির হোসেন (৩০), আজি রহমান (১৯), রাজু মিয়া (২৫), আয়নাল হক (৩৪) এবং পাশের সন্ধ্যাকুড়া এলাকার মো. সাদ্দাম (৩০)।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায়, রাতের অন্ধকারে মহাসড়কের পাশে কয়েকজন লোককে দাঁড়িয়ে থাকতে দেখে কারও মুখ থেকে বেরিয়ে আসে ‘গরুচোর’ শব্দটি। সেই মুহূর্তে যেন বিদ্যুৎগতিতে ছড়িয়ে পড়ে খবর। কোনো যাচাই-বাছাই ছাড়াই শত শত মানুষের ভিড় জমে যায় সেখানে। শুরু হয় অমানবিক নির্যাতন।

নকলা থানার পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ছয়জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। চিকিৎসাধীন অবস্থায় মুসলিম উদ্দিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অন্য পাঁচজনের অবস্থা সঙ্কটজনক বিবেচনা করে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ঘটনার গুরুত্ব বিবেচনা করে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল করিম জানান, “মৃতদেহ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সামাজিক বিশেষজ্ঞরা বলছেন, সম্প্রতি এ ধরনের গণপিটুনির ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। আইনের শাসন উপেক্ষা করে নিজ হাতে বিচারের এই প্রবণতা সমাজে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করছে। একটি সন্দেহের জেরে নিরীহ মানুষের প্রাণহানি ঘটছে। এর ফলে সামাজিক সংহতি ও আইনের শাসন হুমকির মুখে পড়ছে।

নকলা থানায় এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।


এই বিভাগের আরো খবর
https://slotbet.online/