শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুর জেলার কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য এক নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে । ধর্মীয় শিক্ষার পাশাপাশি এখন তারা আধুনিক তথ্য-প্রযুক্তি কৌশলে সজ্জিত হয়ে আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে সমাজে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হবেন।
বৃহস্পতিবার শেরপুরের জেলা প্রশাসকে কার্যালয়ে তুলসিমালা প্রশিক্ষণ ও সম্মেলন কেন্দ্রে ৫০ জন কওমি মাদ্রাসা শিক্ষার্থী ২০ দিনব্যাপী আইসিটি প্রশিক্ষণ সম্পন্ন করে সনদপত্র গ্রহণ করলেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগের ‘এনহ্যান্সিং ডিজিটাল গভর্নমেন্ট অ্যান্ড ইকোনমি’ (এজ) প্রকল্পের আওতায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এই “ডিজিটাল স্কিলস ফর স্টুডেন্টস” কর্মসূচি বাস্তবায়ন করছে।
জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। তিনি বলেন, “ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞান-বিজ্ঞানে দক্ষতা অর্জন আমাদের সমাজ ও অর্থনীতির জন্য অপরিহার্য।
এই প্রশিক্ষণের মাধ্যমে মাদ্রাসা শিক্ষার্থীরা শুধুমাত্র চাকরি প্রার্থী নয়, বরং কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।”
প্রশিক্ষক মিনহাজ উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) জিএমএ. মুনীব, প্রেসক্লাবের কার্যকরী সভাপতি কবি-সাংবাদিক রফিক মজিদ এবং আইসিটি উদ্যোক্তা আব্দুস সাত্তার রনি প্রমুখ।
শেরপুর জেলায় দুটি ব্যাচে মোট ৫০ জন শিক্ষার্থীকে এই প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন যে, এই দক্ষতা তাদের ভবিষ্যৎ কর্মজীবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং তারা দেশের ডিজিটাল অর্থনীতির অংশীদার হতে পারবেন।
https://slotbet.online/