শেরপুর জেলা প্রতিনিধি বিদ্যার দেবী সরস্বতীর আরাধনায় উৎসবের আমেজে মেতে উঠেছিল শেরপুরের পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন (প্লেস)। সোমবার (৩ ফেব্রুয়ারি) সনাতন ধর্মাবলম্বী শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে একাডেমির প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়।
সকাল ১০ টায় আরম্ভ হওয়া পূজার মূল আনুষ্ঠানিকতায় স্কুলের শিক্ষার্থীরা দেবী সরস্বতীর প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রার্থনায় অংশ নেয়। মন্ত্রোচ্চারণ, অঞ্জলি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রাণবন্ত হয়ে ওঠে বিদ্যালয় চত্বর।
এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার ও একাডেমির সভাপতি মোঃ আমিনুল ইসলাম। এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আবদুল করিম এবং শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ জুবায়দুল আলম পূজার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
সার্বিকভাবে পূজার এই আয়োজন সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিয়েছে এবং সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের মাঝে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করেছে বলে জানান প্লেসের শিক্ষকবৃন্দ।
বিকেল ৪ টায় অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।
https://slotbet.online/