• বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৯:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ
মাগুরার বহুল আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের নিরাপত্তা সংক্রান্ত আলোচনা ও সমন্বয় সভায় সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হাসান খাঁনের অংশগ্রহণ তিতাসে পারভেজ হত্যা মামলার আসামি গ্রেফতার নওগাঁয় দৈনিক প্রথম কথা পত্রিকার ১১ তম বর্ষপূর্তি উৎসব পালিত পুলিশ সিভিল ড্রেসে কাউকে গ্রেফতার করতে পারবে নাঃ স্বরাষ্ট্র উপদেষ্টা সাতক্ষীরা শ্যামনগরে রূপান্তরের আয়োজনে প্লাস্টিক পলিথিন দূষণ রোধে গণ শুনানি অনুষ্ঠিত সাতক্ষীরায় ভ্যানের চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে ভবদহ সমস্যা সমাধানে নদী খনন করবে সেনাবাহিনী: সৈয়দ রিজওয়ানা হাসান খুলনার ফুলতলায় প্রকাশ্য এক যুবক‌কে গুলি ক‌রে হত্যা পটুয়াখালীর উত্তর চারা বুনিয়া ফারুকীয় হাফেজিয়া শিশু সদনে এতিম ও দুস্থদের বরাদ্দের টাকা লুটপাট

শেরপুরে ইটভাটা বন্ধে ভ্রাম্যমান আদালতের অভিযানের প্রতিবাদে সড়ক অবরোধ

গণজাগরণ প্রতিবেদক / ১৯ বার পঠিত
প্রকাশ: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

শেরপুর জেলা প্রতিনিধিঃ

শেরপুরে অবৈধ ইটভাটা বন্ধে প্রশাসনের অভিযানের প্রতিবাদে বিক্ষোভে করেছে শ্রমিকরা। মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে ঝিনাইগাতি-শেরপুর-জামালপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

একপর্যায়ে উত্তেজিত শ্রমিকরা শহরের খোয়ারপাড় মোড়ে ভ্রাম্যমাণ আদালতের কাজে ব্যবহৃত পরিবেশ অধিদপ্তরের গাড়ি ভাঙচুর করেন।

উচ্চ আদালতের নির্দেশে সম্প্রতি শেরপুরে অবৈধ ইটভাটা বন্ধে অভিযান চালাচ্ছে প্রশাসন।

এর প্রতিবাদে মঙ্গলবার দুপুর ১টার দিকে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনীর একটি দল অভিযানে বের হলে ক্ষুব্ধ শ্রমিকরা তাদের গাড়ি আটকে দেন।

পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে পরিবেশ অধিদপ্তরের একটি গাড়ি ভাঙচুর করা হয়।

বিক্ষোভের পর শ্রমিকরা একটি মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে যান। সেখানে বিশৃঙ্খলা দেখা দিলে পুলিশের অনুরোধে তারা মানববন্ধন স্থগিত করেন এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেন।

শ্রমিকদের শান্ত করতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মিজানুর রহমান ভূঁঞা বক্তব্য রাখেন। এরপর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন।

এসময় শেরপুর সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত মেজর এহসান, সদর থানার ওসি মো. জুবায়দুল আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শ্রমিক ও মালিকদের পক্ষ থেকে ইটভাটা মালিক সমিতির সভাপতি আলহাজ আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক শাকিল আহমেদ স্মারকলিপি প্রদান করেন।

পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস বলেন, “উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা বন্ধে অভিযান চালানো হচ্ছে।

তবে শ্রমিকরা আইন না মেনে সরকারি কাজে বাধা দিয়েছে এবং পরিবেশ অধিদপ্তরের গাড়ি ভাঙচুর করেছে। এ ঘটনায় যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

শ্রমিকদের দাবি, ইটভাটা বন্ধ হয়ে গেলে তাদের কর্মসংস্থান অনিশ্চিত হয়ে পড়বে।

তবে প্রশাসনের অবস্থান স্পষ্ট—আইনের বাইরে কোনো ইটভাটা চলতে দেওয়া হবে না। শ্রমিকদের বিক্ষোভের পর প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।


এই বিভাগের আরো খবর
https://slotbet.online/