শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় কূয়া খনন করতে গিয়ে দুই আদিবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৩ এপ্রিল) বিকেলে নলকুড়া ইউনিয়নের শালচুড়া (ভুইয়াবাড়ী) গ্রামে এই দুঃখজনক ঘটনা ঘটে।
মৃতরা হলেন নারায়ণ কোচ (৪৫) ও নিরঞ্জন কোচ (৩৫)। তাঁরা পরস্পর ভায়রা ভাই। নিরঞ্জন কোচ ভুইয়াবাড়ীর নীল মহন কোচের পুত্র এবং নারায়ণ কোচ রাংটিয়ার নীপুরাম কোচের পুত্র।
স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, নারায়ণ কোচ কয়েকদিন ধরে তাঁর বাড়িতে পানির জন্য একটি গভীর কূয়া খনন করছিলেন। রোববার ছিল কূয়া খননের শেষ দিন। কূয়া খনন শেষে নীচে জমে থাকা ময়লা পরিষ্কার করতে বাঁশের সাহায্যে তিনি কূয়ার ভেতরে নামেন। কিন্তু কূয়ার গভীরে অক্সিজেনের অভাবে তিনি অজ্ঞান হয়ে পড়েন।
নারায়ণকে উদ্ধার করতে গিয়ে নিরঞ্জন কোচও কূয়ার ভেতরে নামেন। কিন্তু তিনিও একই কারণে অজ্ঞান হয়ে পড়েন।
খবর পেয়ে ঝিনাইগাতী ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুজনকেই কূয়া থেকে উদ্ধার করে। কিন্তু তখন তাঁরা মারা গেছেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঝিনাইগাতী থানার সুযোগ্য অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ আল আমিন বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কূয়ার গভীরে অক্সিজেনের অভাবেই তাঁদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে।”
https://slotbet.online/