জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বৃহস্পতিবার দুপুর দুইটায় অনুষ্ঠিত হয়ে গেল ব্রাহ্মণবাড়িয়ার শাহজাদাপুর উচ্চ বিদ্যালয়ের ২০১৯ সালের এসএসসি ব্যাচের “ফ্রেন্ডস সার্কেল পুনর্মিলনী অনুষ্ঠান”।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদাপুর উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি এডভোকেট সোহেল রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য মনিরুজ্জামান মনির।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিনাশ চন্দ্র দেব। সহ-সভাপতির দায়িত্ব পালন করেন সহকারী প্রধান শিক্ষক আলী আরশাদ এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক আবু রায়হান।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহজাদপুর পূর্ব প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক জয়নাল মাস্টার এবং নেয়ারামতপুর প্রাইমারি স্কুলের শিক্ষক দানামিঞা।
পুনর্মিলনী অনুষ্ঠানে বর্তমান ও সাবেক শিক্ষকবৃন্দ এবং ২০১৯ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। দীর্ঘদিন পর প্রিয় বন্ধুদের একত্রিত হওয়ার এই আয়োজন ছিল হাসি, আনন্দ ও স্মৃতিচারণায় ভরপুর।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন প্রধান অতিথি এডভোকেট সোহেল রানা। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদেরকে ভবিষ্যতে সমাজের দায়িত্বশীল ও আলোকিত নাগরিক হিসেবে গড়ে উঠার আহ্বান জানান।
সকলের অংশগ্রহণে অনুষ্ঠানটি এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়।
https://slotbet.online/