হাতীবান্ধা(লালমনিরহাট) প্রতিনিধি।। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা সদরের আমতলায় অবস্থিত হাতীবান্ধা হেলথএন্ড মেডি কেয়ার ডায়গনষ্টিক সেন্টারে সিজার করার ২৪ ঘন্টা পর ভূল চিকিৎসায় নবজাতক এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। জানা গেছে, উপজেলার গোতামারী এলাকার রইসুল আলম তার স্ত্রী খাদিজা বেগম কে বৃহস্পতিবার দুপুরে হাতীবান্ধা হেলথএন্ড মেডি কেয়ার ডায়গনষ্টিক সেন্টারে নিয়ে আসে। পরে ডাঃ তৌফিক আল আমিন সিজার করেন। সুস্থ ছেলে সন্তান প্রসব করে খাদিজা। ২৪ ঘন্টা পর নবজাতক শিশুটি মারা গেলে নবজাতকের বাবা রইসুল আলম ভুল চিকিৎসা ও সেবা বঞ্চিত করে নবজাতক সন্তান কে মেরে ফেলা হয়েছে বলে ডাঃ তৌফিক আল আমিন কে দায়ী করেন।
এতে শত জনতার ভীড় জমে উঠে। অপর দিকে হাতীবান্ধা হেলথএন্ড মেডি কেয়ার ডায়গনষ্টিক সেন্টারের দায়িত্বশীল কর্মকর্তা নুরল হক জানান সিজার করার প্রায় ২৪ ঘন্টা পর ঐনব জাতক শিশুটি মারা গেছে ডাঃ তৌফিক আল আমিন দায়ী হয় কেমন করে। অভিভাবকদের এমন দাবী সঠিক নয়।পরে বিভিন্ন রাজ নৈতিক নেতৃবৃন্দ ও সমাজ সেবকদের সমন্বয়ে একটি সালিশী বৈঠকে রফা দফার মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে।
https://slotbet.online/