• বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৯:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ
মাগুরার বহুল আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের নিরাপত্তা সংক্রান্ত আলোচনা ও সমন্বয় সভায় সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হাসান খাঁনের অংশগ্রহণ তিতাসে পারভেজ হত্যা মামলার আসামি গ্রেফতার নওগাঁয় দৈনিক প্রথম কথা পত্রিকার ১১ তম বর্ষপূর্তি উৎসব পালিত পুলিশ সিভিল ড্রেসে কাউকে গ্রেফতার করতে পারবে নাঃ স্বরাষ্ট্র উপদেষ্টা সাতক্ষীরা শ্যামনগরে রূপান্তরের আয়োজনে প্লাস্টিক পলিথিন দূষণ রোধে গণ শুনানি অনুষ্ঠিত সাতক্ষীরায় ভ্যানের চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে ভবদহ সমস্যা সমাধানে নদী খনন করবে সেনাবাহিনী: সৈয়দ রিজওয়ানা হাসান খুলনার ফুলতলায় প্রকাশ্য এক যুবক‌কে গুলি ক‌রে হত্যা পটুয়াখালীর উত্তর চারা বুনিয়া ফারুকীয় হাফেজিয়া শিশু সদনে এতিম ও দুস্থদের বরাদ্দের টাকা লুটপাট

লালমনিরহাটের প্রতিবন্ধী বেলাল হোসেন ন্যায়বিচারের অপেক্ষায়

গণজাগরণ প্রতিবেদক / ১৭২ বার পঠিত
প্রকাশ: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫

কল্লোল আহমেদ, লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ
লালমনিরহাটের আদিতমারী উপজেলার উত্তর গোবধা মৌজায় জমি নিয়ে বিরোধের ঘটনায় স্থানীয় প্রতিবন্ধী বাসিন্দা মো. বেলাল হোসেন ন্যায়বিচারের দাবিতে লড়াই চালিয়ে যাচ্ছেন। বেলালের অভিযোগ, তার পৈতৃক সম্পত্তি দখল করার চেষ্টা চালাচ্ছে একটি প্রভাবশালী পক্ষ।

বেলালের দাবি:
বেলাল হোসেন জানান, তার পিতা কাউন শেখের নামে থাকা ২৪ শতক জমি দীর্ঘদিন ধরে তিনি ভোগদখল করে আসছেন। জমিটির খতিয়ান নং ১/১ এবং দাগ নং ৭৫১২ ও ৭৪৯৬ অনুযায়ী জমি তার পৈতৃক সম্পত্তি। জমিটির মালিকানা নিশ্চিত করে আদালত রায় ঘোষণা করলেও শহিদুল ইসলামসহ অন্যরা জোর করে জমিটি দখল করে রেখেছে।

বেলাল বলেন, “আমি শারীরিক প্রতিবন্ধী। আমার পৈতৃক জমি নিয়ে এমন অন্যায় করা হচ্ছে, যা আমি কোনোভাবেই মেনে নিতে পারি না। আমি আদালতের মাধ্যমে জমির মালিকানা পেয়েছি, কিন্তু প্রতিপক্ষ প্রভাব খাটিয়ে আমাকে উচ্ছেদের চেষ্টা চালাচ্ছে এবং জমিনে কোন ফসল রোপণ করলে তা তাড়া ধ্বংস করে দিচ্ছে।

জমিতে জোর করে বর্তমান অবস্থা নিয়ে থাকা দখলদার শহিদুল ইসলাম দাবি করেছেন, জমিটি তাদের পূর্বপুরুষের সম্পত্তি। তবে বেলালের বিরুদ্ধে তাদের কোনো কাগজপত্র দলিল প্রমাণ এখনো আদালতে গ্রহণযোগ্য বা প্রমাণিত হয়নি।

বেলাল হোসেন জমির দখল ফিরে পেতে ইতোমধ্যেই আদালতের রায় বেলাল হোসেন তার পক্ষে পেয়েছেন। তিনি জানান, “আদালত আমার পক্ষে রায় দিলেও প্রভাবশালী পক্ষ সেটি উপেক্ষা করছে। তারা আমার দরিদ্রতা ও অসহায়ত্বের দুর্বলতাকে সুযোগ হিসেবে নিচ্ছে।

উত্তর গোবধা গ্রামের বাসিন্দারা জানান, বেলাল হোসেন একজন প্রতিবন্ধী ব্যক্তি হওয়ায় তার প্রতি এ ধরনের আচরণ অমানবিক ন্যায্য অধিকার থেকে তাকে বঞ্চিত করা অনুচিত। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপের মাধ্যমে জমির প্রকৃত মালিক দাবিদার প্রতিবন্ধী বেলাল হোসেন কে ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানিয়েছেন।

বেলাল হোসেন ও স্থানীয়রা জেলা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত এবং জমি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন। তারা বলেন, “বেলাল হোসেনের জমির বিষয়টি দ্রুত সমাধান না হলে সামাজিক অস্থিরতা সৃষ্টি হতে পারে। প্রশাসনের উচিত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বেলালের জমি দখলমুক্ত করা।

এই জমি নিয়ে বিরোধ শুধুমাত্র বেলাল হোসেনের জন্য নয়, গোটা এলাকার জন্য একটি অস্থিরতার কারণ হয়ে দাঁড়িয়েছে। দ্রুত প্রশাসনিক উদ্যোগের মাধ্যমে এ সমস্যার সমাধান প্রয়োজন।


এই বিভাগের আরো খবর
https://slotbet.online/