সিরাজগঞ্জের রায়গঞ্জে চাচা-ভাতিজার মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার(২০ মার্চ) বিকেলে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বৈকুন্ঠপুর ভেড়ারদহ ব্রিজের নিচে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন বৈকুণ্ঠপুর গ্রামের বদিউজ্জামানের পুত্র রিয়াজ উদ্দিন (১৯) ও তোতা মিয়ার পুত্র হৃদয় (১৮)।
এলাকাবাসী সূত্রে জানা যায়, রায়গঞ্জ থেকে সিরাজগঞ্জ যাওয়ার আঞ্চলিক রাস্তার বৈকুণ্ঠপুর ভেড়ারদহ ব্রিজের নিচে দুটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা মরদেহ দুটি উদ্ধার করে।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান, ইতিমধ্যে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।
তিনি আরো জানান, গত ১৭ মার্চে রায়গঞ্জ থানায় নিহতের পরিবার থেকে নিখোঁজের একটি জিডি করেছিলেন।
https://slotbet.online/