রাজশাহীর (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সাবেক সংসদ সদস্য এডঃ নাদিম মোস্তফার পুত্র জুলফার নাঈম মোস্তফা বিস্ময় শুক্রবার উপজেলার শিবপুরহাট, রঘুরামপুর, জাগিরপাড়া, ঢ়লাট, ছান্তাবাড়ি, দোমাদী, বাশপুকুর এবং বিহারী পাড়ায় গণসংযোগ করেন।
সংযোগ কালে এলাকায় বিএনপির সকল স্তরের নেতাকর্মী ব্যাপকভাবে মোস্তফাকে সমর্থন করেন এবং তার সাথে কুশল বিনিময় করেন।
এ সময় উক্ত এলাকায় বিস্ময় বিস্ময় স্লোগানে মুখরিত হয়ে ওঠে। স্থানীয় জনগণ আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনে পুঠিয়া-দুর্গাপুরে এমপি হিসেবে জুলফার নাঈম মোস্তফা বিস্ময় কে দেখতে চাই এই বলে আশা ব্যক্ত করেন। পথসভার সময় রাস্তার দুই পাশে প্রচুর মানুষ তাকে অভিনন্দন জানান।
এছাড়া দুপুরে গাজিউর রহমান মাস্টারের বাসায় স্থানীয় মহিলাগণ জুলফার নাঈম মোস্তফার সাথে কুসল বিনিময় করেন।শিবপুর বাজার থেকে উক্ত পথসভা শুরু হয়। এ সময়
উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হুদা বাবু, মাহাতাব মাষ্টার, মোতালেব হোসেন, রশিদ, ইন্তাজ আলী, সন্দাবাড়ি থেকে হাফিজ মেম্বার,
ওসমান, সালাউদ্দিন বাবু, শাহ্ আলম, মন্টু, ঢ়লাট থেকে ইলিয়াস, সাহীন, দোমাদী থেকে লোকমান, বাবলু, জাকারিয়া, ওহায়েদ মাষ্টার, সাইদুর, কামাল মাষ্টার,
বাসপুকুর থেকে ওহায়েদ মেম্বার, মোমিন, জিয়া, সমর, সুজন, বিহারী পড়া থেকে বাবুল, আজাহার, ইব্রাহিম, রগুরাম পুর থেকে রেজাউল, আলম,
সাইদ, তফা , মোজাম্মেল, বিউটি।উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক গোলাম রাব্বি সরদার , বানেশ্বর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সিজান আব্দুল্লাহ, আদর্শ কলেজ ছাত্রদলের আহ্বায়ক তামিম সরদার,বিশাল,নিহাল,মিজবাহ, রাহাত, সামি, মেহেরাব, রবিন, মুহিন, মাহি, বিপ্লব ,
পুঠিয়া মুনসুর মাষ্টার, সেলিম, মিজান, মানিক, রফিক মাষ্টার, আরাফাত, বাসার, জামিল, মতিউর, রজব,
মিজান, মামুন, রিপন। দুর্গাপুর আজিজ মন্ডল, ইমন আহমেদ সুমন, শহিদুল, ওহাব সহ আরো অনেক উপস্থিত ছিলেন।
https://slotbet.online/