রাজবাড়ী জেলার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশ সদর দপ্তরের এআইজি সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার কৃতি সন্তান মোঃ কামরুল ইসলাম।
মঙ্গলবার (৮ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন তাকে এই নিয়োগ দেওয়া হয়।
অন্যদিকে একই প্রজ্ঞাপনে রাজবাড়ীর বর্তমান পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীনকে ঠাকুরগাঁও ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমাড্যান্ট (পুলিশ সুপার) হিসেবে বদলি করা হয়েছে।
জানা গেছে, পুলিশ সুপার কামরুল ইসলাম বিসিএস পুলিশ ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা।
তিনি রাজবাড়ী জেলার ৩৩তম পুলিশ সুপার হিসেবে দ্রুতই জেলায় যোগদান করবেন বলে জানা গেছে। তার বাড়ি সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলায়।
এদিকে ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা মোছাঃ শামিমা পারভীন জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর রাজবাড়ীর পুলিশ সুপার হিসেবে যোগদান করেছিলেন।
https://slotbet.online/