• বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৯:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ
মাগুরার বহুল আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের নিরাপত্তা সংক্রান্ত আলোচনা ও সমন্বয় সভায় সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হাসান খাঁনের অংশগ্রহণ তিতাসে পারভেজ হত্যা মামলার আসামি গ্রেফতার নওগাঁয় দৈনিক প্রথম কথা পত্রিকার ১১ তম বর্ষপূর্তি উৎসব পালিত পুলিশ সিভিল ড্রেসে কাউকে গ্রেফতার করতে পারবে নাঃ স্বরাষ্ট্র উপদেষ্টা সাতক্ষীরা শ্যামনগরে রূপান্তরের আয়োজনে প্লাস্টিক পলিথিন দূষণ রোধে গণ শুনানি অনুষ্ঠিত সাতক্ষীরায় ভ্যানের চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে ভবদহ সমস্যা সমাধানে নদী খনন করবে সেনাবাহিনী: সৈয়দ রিজওয়ানা হাসান খুলনার ফুলতলায় প্রকাশ্য এক যুবক‌কে গুলি ক‌রে হত্যা পটুয়াখালীর উত্তর চারা বুনিয়া ফারুকীয় হাফেজিয়া শিশু সদনে এতিম ও দুস্থদের বরাদ্দের টাকা লুটপাট

রাজবাড়ীতে র‍্যাব এর অভিযানে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

গণজাগরণ প্রতিবেদক / ২২ বার পঠিত
প্রকাশ: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

রাজবাড়ী জেলা সদরের আলাদিপুর এলাকা থেকে গণধর্ষণ মামলার আসামি মিঠুনকে (২৮) গ্রেফতার করেছে র‌্যাব-১০ এর একটি টিম।

সোমবার দুপুর ৩টার দিকে মিঠুনকে গ্রেফতার করা হয়। মিঠুন রাজবাড়ী জেলার শ্রীপুর বাজার এলাকার রহমতের পুত্র।

সোমবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে র‌্যাব-১০।র‌্যাব জানায়, গত ২৮ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে ভিকটিমের (২২) রাজবাড়ী সদরের শ্রীপুরের ভাড়া বাসায় মেহমান হারুন (৪০) প্রবেশ করলে আসামি মিঠুনসহ (২৮) অপরাপর আসামিরা ওই বাসায় এসে ভিকটিম ও হারুন অসামাজিক কার্যকলাপ করছে বলে ভয় দেখায়।

এ সময় মেহমান হারুনের কাছে ২ লাখ টাকা দাবি করে।

হারুন মানসম্মানের দিক চিন্তা করে আসামি মিঠুনকে নগদ ১০ হাজার টাকা দেয়।

পরে তারা বিকাশের মাধ্যমে হারুনের কাছ থেকে ৬৭ হাজার টাকা নেয়। অবশিষ্ট টাকা না পেয়ে আসামি মিঠুনসহ অপরাপর আসামিরা ভিকটিমকে গত ২৯ জানুয়ারি রাত সাড়ে ৪টার দিকে পালাক্রমে জোরপূর্বক ধর্ষণ করে।

এ ঘটনায় ভিকটিম (২২) নিজে বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার বিষয়টি জানতে পেরে উল্লেখিত ঘটনায় জড়িত আসামি আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লেখিত ধর্ষণে জড়িত আসামিদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০ বরাবর একটি পত্র প্রেরণ করেন।

এ পত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। সোমবার (১৭ মার্চ) দুপুর ৩টার দিকে তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজবাড়ী সদর থানাধীন আলাদিপুর এলাকায় অভিযান পরিচালনা করে গণধর্ষণে জড়িত এজাহারনামীয় পলাতক আসামি মিঠুনকে গ্রেফতার করে রাজবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।


এই বিভাগের আরো খবর
https://slotbet.online/