রাজধানী মিরপুরের পল্লবীতে সেলিম (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাত পৌনে আটটার দিকে পল্লবী সাংবাদিক প্লটের৩ নং গেটের ওয়াবদা বিল্ডিং এর কাছে এ ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় সেলিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম দৈনিক গণজাগরণকে জানান, স্থানীয় আধিপত্য বিস্তার এবং মাদক বেচাকেনার ঘটনাকেকেন্দ্র করে সেলিমকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
আমরা ঘটনাস্থলে রয়েছি। বিষয়টি আরো গভীরভাবে তদন্ত করা হচ্ছে। নিহত সেলিম স্ত্রী সন্তান নিয়ে মিরপুর- ১২ ই ব্লকের ভাড়া বাসায় বসবাস করতেন।
জানা গেছে,শুক্রবার ইফতারের পরপরই ওয়াবদা বিল্ডিং এর পাশে মাঠে পূর্ব শত্রুতার জেরে সেলিম কে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
পরে রক্তাক্ত অবস্থায় সেলিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত সেলিম পরিবারের দাবি স্থানীয় মাদক কারবারীরা সেলিমকে কুপিয়ে হত্যা করেছে।
নিহত সেলিমের আত্মীয় আশিকুর রহমান অভিযোগ করে বলেন, স্থানীয় মাদক কারবারি পারভিন, রনি, জনি, সীমা, রানীসহ আরো বেশ কয়েকজন মাদক কারবারি শত্রুতার জের ধরে সেলিমকে কুপিয়ে হত্যা করেছে।
আমরা ঘটনার সুষ্ঠু বিচার চাই।
https://slotbet.online/