• বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৯:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ
মাগুরার বহুল আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের নিরাপত্তা সংক্রান্ত আলোচনা ও সমন্বয় সভায় সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হাসান খাঁনের অংশগ্রহণ তিতাসে পারভেজ হত্যা মামলার আসামি গ্রেফতার নওগাঁয় দৈনিক প্রথম কথা পত্রিকার ১১ তম বর্ষপূর্তি উৎসব পালিত পুলিশ সিভিল ড্রেসে কাউকে গ্রেফতার করতে পারবে নাঃ স্বরাষ্ট্র উপদেষ্টা সাতক্ষীরা শ্যামনগরে রূপান্তরের আয়োজনে প্লাস্টিক পলিথিন দূষণ রোধে গণ শুনানি অনুষ্ঠিত সাতক্ষীরায় ভ্যানের চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে ভবদহ সমস্যা সমাধানে নদী খনন করবে সেনাবাহিনী: সৈয়দ রিজওয়ানা হাসান খুলনার ফুলতলায় প্রকাশ্য এক যুবক‌কে গুলি ক‌রে হত্যা পটুয়াখালীর উত্তর চারা বুনিয়া ফারুকীয় হাফেজিয়া শিশু সদনে এতিম ও দুস্থদের বরাদ্দের টাকা লুটপাট

যৌতুকের টাকা দিতে না পারায় ফেনীতে নববধূকে পিটিয়ে হত্যা

গণজাগরণ প্রতিবেদক / ২৩ বার পঠিত
প্রকাশ: রবিবার, ১৬ মার্চ, ২০২৫

বিশেষ প্রতিবেদকঃ

যৌতুকের টাকার জন্য মারজান আক্তার ঝুমুর নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয়। এ ঘটনায় ঝুমুরের শ্বশুর সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত গৃহবধূর পরিবারের সদস্যরা জানায়, পারিবারিকভাবে গত ৮ ডিসেম্বর ফেনীর কালিদহ ইউনিয়নের দক্ষিণ গোবিন্দপুর এলাকার কামু ভূঞা বাড়ির প্রবাসী ছায়েদুর রহমান তৌহিদের সাথে ঝুমুরের বিবাহ হয়।

প্রথমে স্বল্প পরিসরে ও বিয়ের পর ঝুমুরের স্বামীর পরিবারের আপত্তির কারণে গত ২৭ ফেব্রুয়ারি বড় আয়োজন করে ২ শতাধিক লোককে দাওয়াত করে খাওয়ানো হয়।

ওই অনুষ্ঠানের পর ঝুমুরের স্বামী ও তার পরিবারের লোকজন ৩ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণ যৌতুক দাবি করে।

কিন্তু ঝুমুরের নির্মাণ শ্রমিক বাবা তা দিতে না পারায় স্বামী ও শ্বশুর পক্ষের লোকজন নববধূ ঝুমুরের ওপর নির্যাতন চালান।

গত ৪ মার্চ সকালে এ নিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায়ে স্বামী তৌহিদ, শ্বশুর সাহাব উদ্দিন ও শাশুড়ি বিবি হাজেরা একত্রিত হয়ে ঝুমুরকে পিটিয়ে গুরুতর জখম করে।

অবস্থা বেগতিক দেখে স্বামী ও পরিবারের সদস্যরা তাকে প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

ঝুমুরের মা ফরিদা আক্তার জানান, খবর পেয়ে তিনি মেয়েকে দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গেলে বিস্তারিত জেনে গত ১২ মার্চ ফেনী মডেল থানায় মেয়ের জামাই তৌহিদ, শ্বশুর সাহাব উদ্দিন ও শাশুড়ি হাজেরাকে আসামি করে নিজের স্বামী আবদুল আলিম বাদি করে একটি মামলা করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেয়েটির মৃত্যু হয়। এ হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন তিনি।

ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ সামছুজ্জামান বলেন, নববধূকে নির্যাতনের ঘটনায় তার শ্বশুর সাহাব উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।


এই বিভাগের আরো খবর
https://slotbet.online/