• বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৫:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ
মাগুরার বহুল আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের নিরাপত্তা সংক্রান্ত আলোচনা ও সমন্বয় সভায় সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হাসান খাঁনের অংশগ্রহণ তিতাসে পারভেজ হত্যা মামলার আসামি গ্রেফতার নওগাঁয় দৈনিক প্রথম কথা পত্রিকার ১১ তম বর্ষপূর্তি উৎসব পালিত পুলিশ সিভিল ড্রেসে কাউকে গ্রেফতার করতে পারবে নাঃ স্বরাষ্ট্র উপদেষ্টা সাতক্ষীরা শ্যামনগরে রূপান্তরের আয়োজনে প্লাস্টিক পলিথিন দূষণ রোধে গণ শুনানি অনুষ্ঠিত সাতক্ষীরায় ভ্যানের চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে ভবদহ সমস্যা সমাধানে নদী খনন করবে সেনাবাহিনী: সৈয়দ রিজওয়ানা হাসান খুলনার ফুলতলায় প্রকাশ্য এক যুবক‌কে গুলি ক‌রে হত্যা পটুয়াখালীর উত্তর চারা বুনিয়া ফারুকীয় হাফেজিয়া শিশু সদনে এতিম ও দুস্থদের বরাদ্দের টাকা লুটপাট

‎বিশ্বমানের প্রবাসী ফুটবলার নিয়ে বাংলাদেশে ঝড়  ‎সামিতের অপেক্ষায় বাংলাদেশ

‎মোঃ কাওছার ইকবাল / ১৪ বার পঠিত
প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

দেশের ফুটবলে এখন আলোচনার ঝড় তোলছেন প্রবাসী ফুটবলাররা। হামজা চৌধুরীর পর সামিত সোম এবং কিউবা মিচেলকে নিয়ে চলছে আলোচনা।

‎বাংলাদেশ জাতীয় দলে প্রবাসী ফুটবলারদের হিড়িক পড়েছে। জামাল ভূঁইয়া, তারিক কাজী ও হামজা চৌধুরীর পর এবার কানাডার সামিত সোম ও ইংল্যান্ডের কিউবা মিচেলকে খেলানোর পরিকল্পনা। ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলাম তো আছেনই। ১০ জুন এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ঢাকায় ম্যাচের আগে আপাতত এই তিনজনকে খেলানোর চিন্তা করেই এগোচ্ছে বাফুফে।

‎বাংলাদেশের জার্সিতে হামজা চৌধুরীর অভিষেকের পর বাংলাদেশি বংশোদ্ভুত অনেকেই খেলার আগ্রহ দেখিয়েছেন। তাদের মধ্যে অন্যতম একজন কানাডা জাতীয় দলের খেলোয়ার সামিত সোম। গত ১১ এপ্রিল আনুষ্ঠানিকভাবে তিনি বাফুফের কাছে আগ্রহ প্রকাশ করেন।

‎বাফুফে ইতোমধ্যেই সামিতের জন্ম নিবন্ধন সনদ সংগ্রহ করেছে। এখন পাসপোর্টের প্রক্রিয়া শুরু করবে। সামিতের সময়-সুযোগ অনুযায়ী তার পাসপোর্টের জন্য কানাডা হাইকমিশনকে অবহিত করবে বাফুফে। এসব তথ্য জানিয়েছেন সামিতের প্রক্রিয়া নিয়ে কাজ করা ফাহাদ করিম।

‎বাফুফের এই সহ-সভাপতি বলেন, ‘আমরা আজ সামিতের জন্ম নিবন্ধন সনদ পেয়েছি। তাকে ইতোমধ্যেই জানিয়ে দেয়া হয়েছে। তিনি আমাদের জানাবেন কোন দিন তিনি কানাডাস্থ বাংলাদেশ হাই কমিশনে যেতে পারবেন। আমরা সেই অনুযায়ী বাংলাদেশ হাই কমিশনকে অবহিত করব।’

‎কানাডায় বাংলাদেশ হাই কমিশন যে শহরে অবস্থিত সেখান থেকে দূরে থাকেন সামিত। সেখানে যেতে হলে কোচ ও ক্লাব থেকে ছুটি প্রয়োজন। সেটা তিনি ব্যবস্থা করে বাফুফেকে জানাবেন। তার জন্ম নিবন্ধনের পাশাপাশি বাবা-মায়ের প্রয়োজনীয় কাগজপত্রও নিতে হবে সামিতকে বাংলাদেশ হাই কমিশনে পাসপোর্ট আবেদনের সময়।

‎এদিকে আজ আরো একজন বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলারের সম্মতি পেয়েছে বাফুফে। বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহ দেখিয়েছেন ইংল্যান্ডের অন্যতম ক্লাব সান্ডারল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলের খেলোয়ার কিউবা মিচেল। তার বাবা জ্যামাইকান হলেও মা বাংলাদেশি। সেই সূত্রে তার বাংলাদেশের হয়ে খেলার সুযোগ রয়েছে।


এই বিভাগের আরো খবর
https://slotbet.online/