• বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৩:৫১ অপরাহ্ন
সর্বশেষ
জয়পুরহাটে রক্তদান সোসাইটির বৃক্ষরোপণ কর্মসূচি বীরগঞ্জের লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিকীকে রাজকীয় বিদায় সংবর্ধনা ইরান – ইসরায়েলের যুদ্ধ কোন পথে বাংলাদেশ সংবাদ সংস্থার সুযোগ্য চেয়ারম্যান মহোদয়ের প্রচেষ্টার ফসল: উন্মুক্ত করা হলো পাইকগাছার নাছিরপুর খাল লালমনিরহাটে বিসিক কর্মকর্তা রুহুল আমিনের পদোন্নতি প্রাপ্তিতে শুভেচ্ছা নোয়াখালীতে করোনায় ১জনের মৃত্যু: শনাক্ত-৩ তিতাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত বীরগঞ্জের ঢেপা নদীর ভাঙন এলাকা পরিদর্শন: দ্রুত বাঁধ নির্মাণের আশ্বাস সাতক্ষীরার ভোমরা টু পদ্মশাঁখরা সড়কটি মরণ ফাঁদে পরিণত: দুর্ঘটনার আশঙ্কা বীরগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর ঘটনা তদন্তে পিবিআই
নোটিশ
ভিন্ন মাত্রার দৈনিক গণজাগরণ পরিবারে আপনাকে স্বাগতম।

বাংলাদেশ সংবাদ সংস্থার সুযোগ্য চেয়ারম্যান মহোদয়ের প্রচেষ্টার ফসল: উন্মুক্ত করা হলো পাইকগাছার নাছিরপুর খাল

বিশেষ প্রতিনিধিঃ / ১৬ বার পঠিত
প্রকাশ: বুধবার, ২ জুলাই, ২০২৫

‎প্রায় দশ কিলোমিটার এলাকার ওপর দিয়ে প্রবাহিত ২০ টি গ্রামের লক্ষ লক্ষ মানুষের ‘জীয়নকাঠি’ খুলনার পাইকগাছার তালতলা থেকে হরিঢালী অবধি বহুল আলোচিত নাছিরপুর খালটি  বুধবার আনুষ্ঠানিকভাবে উদ্ধার ও উন্মুক্ত করেছেন উপজেলা প্রশাসন।

এলাকার নারী-পুরুষসহ হাজার হাজার আম জনতার উৎসব মুখর উপস্থিতিতে এসিল‍্যান্ড,সেনাবাহিনী,পুলিশ কর্মকর্তাগণের পরিচালনায় খাল থেকে সমস্ত প্রতিবন্ধকতা অপসারণ করা হয়।

প্রায় ২০৫ বিঘা জায়গার ওপর বিভিন্ন স্থানে টানিয়ে দেওয়া হয় সাইনবোর্ড। মানুষ তিন দশক পরে খালের ওপর তাদের পূর্ণ অধিকার ফিরে পেয়ে মাছ ধরার আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে।

‎খালটি উন্মুক্ত করার ফলে খালকে অবলম্বন করে যাদের অন্ন সংস্থান , খাল ঘিরে যাদের জীবন-জীবিকা তাদের ঘরে ঘরে এখন আনন্দের বন‍্যা বইছে।মিস্টি বিতরণ চলছে গ্রামে-পাড়ায়-বাড়ি-বাজারে। খালের দুই পাড়ে প্রান ফিরে পাওয়ার উচ্ছ্বাস চলছে।

দৃশ‍্যত:তালতলা,চিনেমলা,গোয়ালবাথান,প্রতাপকাঠি,খোলা,কাজীমুছা,রেজাকপুর,কাশিমনগর,কানাইডাঙ্গা,কপিলমুনি,হরিঢালী,সলুয়াশ্রীরামপুর,হাউলি,নাছিরপুর,রামনগর,মাহমুদকাঠির মানুষের মাঝে  বুধবার ছিল অন্যরকম দিন।

প্রনোচ্ছাস-উৎসব-উল্লাসের দিন। তারা বহুকাল ধরে যে দাবী পুরণে অনেক ত‍্যাগ তিতিক্ষা নিপীড়িত ভয়-ভীতি বৈষম্যের দিন কাটিয়েছেন তা পুরন হয়েছে।

‎গত ৩০ জুন খুলনা জেলার ভূমি মন্ত্রণালয়ে জলমহাল ইজারা সংক্রান্ত কমিটির সর্বশেষ সভায় পাইকগাছার নাছিরপুর খাল উন্মুক্ত করার ঘোষণা করা হয়েছিল।

‎নাছিরপুর খাল উন্মুক্ত করার ক্ষেত্রে নিরলসভাবে মূখ্য ভূমিকা রেখেছেন পাইকগাছা-কয়রা এলাকার জনহিতৈষী,এলাকা উন্নয়নের রূপকল্প বাস্তবায়নে সংশপ্তক প্রতিজ্ঞ সুপরিচিত সাংবাদিক, বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসের সুযোগ্য চেয়ারম্যান  আনোয়ার আলদীন।

‎বহুকাল ধরে খাল সন্নিহিত বিস্তীর্ণ এলাকার লাখ লাখ সাধারণ জেলে, কৃষক, ঘের চাষী এবং সর্বসাধারণ অবরুদ্ধ ও অসহায় জীবনযাপন করে আসছিল।

রাজনৈতিক দলীয় পরিচয়ে কতিপয় খালদস্যু দখলদার ভীতি ছড়িয়ে প্রতারণা ও জবরদস্তির মাধ্যমে সাধারণ মানুষকে বঞ্চিত করে টাকার পাহাড় গড়েছেন । এসব জলমহাল থেকে গ্রামের সাধারণ মানুষ যেমন ফসলের জন্য পানি দিতে পারে না, তেমনি প্রয়োজনীয় কাজেও এ পানি ব্যবহার করতে পারত না।

যারা খালের পাশে মাছের ঘের করে জীবিকা নির্বাহ করে তাদের ঘেরের সর্বনাশ করে আসছিল এই খালদস্যুরা।খালদস‍্যূদের নিপীড়নের শিকার হয়েছেন বহু এলাকাবাসী।তারা স্থানে স্থানে বাঁশের পাটা, ঘন জালের বেস্টনী নেটপাটা দিয়ে পানি প্রবাহ জব্দ করে খালটি প্রায় ভরাট করে ফেলেছে।

গলা টিপে মারছে খালের প্রান- প্রাচূর্য। যে কারণে দীর্ঘকাল ধরে গ্রাম গ্রামান্তরের লক্ষ লক্ষ ভুক্তভোগী মানুষ নাছিরপুর খালটি উন্মুক্ত করার দাবি জানিয়ে আসছিল। খাল ঘিরে রাজনৈতিক দলের দুই গ্রুপের দখল-পাল্টা দখলকে কেন্দ্র করে বিভিন্ন সময় রনক্ষেত্রের দৃশ‍্যপট সৃষ্টি হয়েছে।সেখানে সাধারণ মৎস্যজীবীদের মারধর করে উচ্ছেদ করা হয়েছে।

‎এ বিষয়ে অতীতে অসংখ্য বার মিছিল সমাবেশ মানব বন্ধন, প্রেস কনফারেন্স করেও মেলেনি সমাধান।

‎অবশেষে খুলনা জেলা প্রশাসক  মোহাম্মাদ সাইফুল ইসলামের ঐকান্তিক প্রচেষ্টায় খাল উদ্ধার ও উন্মুক্ত করার এই সিদ্ধান্ত বাস্তবায়ন করার পর খাল পাড়ের সাধারণ জেলে, কৃষক এবং সাধারণ মানুষ তাঁকে অভিনন্দন জ্ঞাপন করে আনন্দ মিছিল করেছেন। মিষ্টি বিতরণ করেছেন।

‎বুধবার দুপুর ১২ টার দিকে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, সেনাবাহিনীর কর্মকর্তা, পুলিশ সদস্যদের নিয়ে নাছিরপর খাল অবৈধ দখল মুক্তর সাইনবোর্ড লাগিয়ে দেন।

খালের মধ্যে অবৈধ নেট পাটা অপসরন কাজ শুরু করেন। খালের সাত স্থানে দেয়া নেট পাটা পর্যায়ক্রমে উন্মুক্ত করে পানি প্রবাহ নিশ্চিত করা হচ্ছে।

‎স্থানীয় নেতৃবৃন্দ জানান,কপিলমুনি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন ডাবলু দীর্ঘ দিন ধরে কখনো ইজারা নিয়ে আবার কখনো ইজারাবিহীন অবৈধ দখলে রেখে খন্ড খন্ড করে নেটপাটা দিয়ে লবণ পানির চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করছিলেন দখলদাররা।

আওয়ামীলীগ শাসন আমলের শেষ দিকে দখল লুটপাটে ব্যস্ত ছিল আওয়ামীলীগের লোকজন। বঞ্চিত করা হয়েছে সাধারণ মানুষকে।


এই বিভাগের আরো খবর
https://slotbet.online/