শেরপুরের নালিতাবাড়ীতে ফেসবুক পোস্টে ‘হা হা’ রিয়েক্ট দেওয়াকে কেন্দ্র করে বাল্যবন্ধুর হাতে ছুরিকাঘাতে নিহত হয়েছেন কলেজ ছাত্র নাইম বাদশা (১৭)।
শনিবার (২৯ মার্চ) সকাল দশটার দিকে উপজেলার নয়াবিল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাইম বাদশা ওই গ্রামের কৃষক সাইফুল ইসলামের ছেলে এবং সরকারি নাজমুল স্মৃতি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
পুলিশের ভাষ্যমতে জানা যায়, ঘটনার পরপরই এলাকাবাসী আন্দারুপাড়া গ্রামের হুরমুজ আলী ভুট্টুর পুত্র সবুজ আহমেদকে (২০) আটক করে। পরে পুলিশ তাকে হেফাজতে নেয়।
তদন্ত সূত্রে জানা যায়, সবুজ আহমেদ গাজীপুর এলাকায় সিকিউরিটি গার্ডের কাজ করে।
নিহত নাইম ও সবুজ দুজনেই ছোটবেলায় একত্রে আন্দারুপাড়া উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেছে।
স্থানীয়দের ভাষ্যমতে, সম্প্রতি নাইম বাদশা অভিযুক্ত সবুজ আহমেদের একটি ফেসবুক পোস্টে ‘হা হা’ রিয়েক্ট দেন।
এ নিয়ে সবুজ ক্ষুব্ধ হয়ে নাইমকে হুমকি দেয়। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে সবুজ নাইমকে মোবাইল ফোনে ডেকে বাড়ির কাছাকাছি কৃষি ব্যাংক নয়াবিল শাখার পেছনে ভোগাই নদীর তীরে নিয়ে যায়।
সেখানে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়।
একপর্যায়ে সবুজ নাইমকে পেছন থেকে ছুরিকাঘাত করে। ঘটনাস্থলে উপস্থিত বন্ধুরা চিৎকার করলে স্থানীয়রা ও নাইমের স্বজনরা ছুটে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, “অভিযুক্ত সবুজ আহমেদকে আটক করা হয়েছে। অভিযোগপ্রাপ্তি সাপেক্ষে মামলা গ্রহণ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
https://slotbet.online/