ফারজানা ইসলাম রাজশাহী জেলার প্রথম নারী পুলিশ সুপার হিসেবে ২১ ডিসেম্বর কাজে যোগ দিয়েছেন। ২৫ তম বিসিএস পুলিশ ক্যাডারের এই মেধাবী কর্মকর্তা দীর্ঘদিন যাবত বাংলাদেশ পুলিশের গোয়েন্দা শাখা এবং ইমিগ্রেশন পুলিশে সততা এবং স্বচ্ছতার ভিত্তিতে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া তিনি জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে কাজ করেছেন। সেই সঙ্গে তিনি বিশ্বের বিভিন্ন দেশ থেকে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন। কাজে যোগদানের পর গত বৃহস্পতিবার বিকালে রাজশাহী জেলার নবাগত সুযোগ্য পুলিশ সুপার ফারজানা ইসলাম জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় পুলিশ সুপার ফারজানা ইসলাম বলেন, সাধারণ জনগণের সেবা নিশ্চিতের লক্ষ্যে ও পুলিশের মনোবল ফিরিয়ে আনতে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যার সুফল এরইমধ্যে সাধারণ জনগণ ও পুলিশ সদস্যরা পেতে শুরু করেছেন। রাজশাহী জেলার আইন-শৃঙ্খলার সার্বিক উন্নয়ন সহ সকল কর্মকান্ড জনপ্রতিনিধি, সাংবাদিক সহ জেলা বাসির সার্বিক সহযোগিতা কামনা করেছেন রাজশাহী জেলার নবাগত পুলিশ সুপার ফারজানা ইসলাম।
https://slotbet.online/