বিশেষ প্রতিনিধিঃ যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম দিন অফিসে বসেই শক্তি, সীমান্ত এবং অভিবাসন প্রয়োগ নিয়ে একাধিক নির্বাহী আদেশ জারির পরিকল্পনা করছেন বলে চারটি ভিন্ন সূত্র জানিয়েছে।
স্টিফেন মিলার আসন্ন হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ ফর পলিসি স্থানীয় সময় রোববার (১৯ জানুয়ারি) রিপাবলিকান কংগ্রেসনাল নেতাদের একটি সংক্ষিপ্ত বিবরণ দিয়েছেন বলে তিনটি সূত্র জানিয়েছে। ট্রাম্প সোমবার ডজনখানেক নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন বলে চতুর্থ সূত্র জানিয়েছে। এসব আদেশে ফেডারেল কর্মীদের অফিসে ফিরিয়ে আনার বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে।
ট্রাম্প দীর্ঘদিন ধরে আসন্ন পদক্ষেপগুলোর পূর্বাভাস দিয়ে আসছেন। তবে এই উদ্যোগগুলো প্রথম দিনের নির্বাহী আদেশের জন্য ঐতিহাসিকভাবে উচ্চাকাঙ্ক্ষী। প্রেসিডেন্ট বাইডেন তার প্রথম সপ্তাহে মোট ২২টি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন, যা তখনকার সময়ে একটি আধুনিক রেকর্ড।
মার্কিন সংবিধান অনুযায়ী, নতুন প্রেসিডেন্টের শপথ ২০ জানুয়ারি দুপুর ১২টায় (গ্রিনেচ মান সময় ১৭.০০ বা বাংলাদেশ সময় সোমবার রাত ১১টা) শুরু হয়। গত কয়েক বছরে ক্যাপিটাল হিলের পশ্চিম লনে শপথ গ্রহণ অনুষ্ঠান হলেও এবার সেটি হবে ক্যাপিটাল রোটুন্ডায়। আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার শপথের দিন দুপুরে তাপমাত্রা মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। তবে প্রেসিডেন্সিয়াল প্যারেড ও সঙ্গীতানুষ্ঠান হবে ইনডোর ভ্যানু ক্যাপিটল ওয়ান এরিনায়। ওয়াশিংটন ডিসিতে প্রচণ্ড ঠাণ্ডার কারণে নতুন করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার ট্রাম্প নিজেই ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।
https://slotbet.online/