পিরোজপুরে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর উদ্যোগে দুস্থ, অসহায়, প্রবীণ মহিলাদের মাঝে অর্থ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এই নগদ অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অর্থ বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।
এ সময় চারজন জন দুস্থ অসহায় ও প্রবীণ মহিলাদের মাঝে প্রত্যেককে ১২ হাজার টাকা বাবদ ৪৮ হাজার টাকা প্রদান করা হয়।
প্রবীণ কল্যাণ কর্মসূচী রিকে’র আঞ্চলিক সমন্বয়কারী মো. ফারুক রহমান জানান, প্রবীণ কল্যাণ কর্মসূচির আওতায় ২০১৬ সাল থেকে পিরোজপুর সদর উপজেলার সাতটি ইউনিয়নে সাতজন দুস্থ অসহায় ও প্রবীণ মহিলার মাঝে অর্থ বিতরণ করা হয়।
এই ধারাবাহিকতায় আজ চারটি ইউনিয়নের চারজন দুস্থ অসহায় ও প্রবীণ মহিলাদের মাঝে সাতটি ইউনিয়নের প্রোগ্রাম অফিসারদের উপস্থিতিতে এই নগদ অর্থ বিতরণ করা হয়।
আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ জাকির হোসেন, জেলা সমাজসেবা উপ-পরিচালক ইকবাল কবির,
জেলা শিক্ষা অফিসার ইদ্রিস আলী আজিজী, উইকের সহকারী মহা ব্যবস্থাপক মোহাম্মদ নাসির উদ্দিন প্রমূখ।
https://slotbet.online/