পিরোজপুরে আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও র্যালি হয়েছে। HAD– BMZ এর সহযোগিতায় এরং রিক’র ISIGOP প্রকল্পের আয়োজনে এ কর্মসূচির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “সাহসী হোন, আত্মমর্যাদার সাথে প্রবীণ বয়সকে গ্রহণ করুন”।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনর রশিদ।
বিশেষ অতিথি ছিলেন জেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হাই মল্লিক, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মতিউর রহমান, গবেষক তোফাজ্জল হোসেন মঞ্জু, প্রকল্প কো-অর্ডিনেটর খন্দকার রিয়াজ হোসেন, ।
প্রবীন শিক্ষক হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং পিরোজপুর প্রকল্প সমন্বয়কারি মইনুল আহসান মুন্নার সঞ্চলনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মুনিরুজামান নাসিম আলী, কৃষি ব্যাংকের সাবেক জি এম ফিরোজ খান, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক খালেদা আক্তার হেনা, রিকের জোনাল ম্যানেজার মো এমদাদুল হক, প্রবীন নেতা বেলায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা সোলায়মান (বীর প্রতিক), যুব সদস্য ফারজানা মিম। এর আগে উপজেলা চত্তর থেকে একটি র্যালি সড়ক অতিক্রম করে।
https://slotbet.online/