• বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৯:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ
দিনাজপুরের ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত-২ মাগুরার বহুল আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের নিরাপত্তা সংক্রান্ত আলোচনা ও সমন্বয় সভায় সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হাসান খাঁনের অংশগ্রহণ তিতাসে পারভেজ হত্যা মামলার আসামি গ্রেফতার নওগাঁয় দৈনিক প্রথম কথা পত্রিকার ১১ তম বর্ষপূর্তি উৎসব পালিত পুলিশ সিভিল ড্রেসে কাউকে গ্রেফতার করতে পারবে নাঃ স্বরাষ্ট্র উপদেষ্টা সাতক্ষীরা শ্যামনগরে রূপান্তরের আয়োজনে প্লাস্টিক পলিথিন দূষণ রোধে গণ শুনানি অনুষ্ঠিত সাতক্ষীরায় ভ্যানের চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে ভবদহ সমস্যা সমাধানে নদী খনন করবে সেনাবাহিনী: সৈয়দ রিজওয়ানা হাসান খুলনার ফুলতলায় প্রকাশ্য এক যুবক‌কে গুলি ক‌রে হত্যা

পটুয়াখালীর দুমকিতে কলেজছাত্রী গণধর্ষণের শিকার!

গণজাগরণ প্রতিবেদক / ২০ বার পঠিত
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

অপূর্ব সরকার,পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের আলগি গ্রামে এক কলেজ ছাত্রী (১৭) দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনার পর আজ বুধবার দুমকি থানায় ২ জনের নাম উল্লেখ করে কলেজ ছাত্রী একটি মামলা করেছে। পুলিশ ঘটনার সাকিব মুন্সী নামে প্রধান আসামিকে গ্রেফতার করেছে। অপর আসামি পলাতক রয়েছে। পুলিশ প্রধান আসামির বয়স ১৭ বলে জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ধর্ষনের শিকার ওই কলেজ ছাত্রীর পিতা জুলাই ‘২৪ আন্দোলনে ঢাকায় নিহত পাঙ্গাশিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের শহীদ জসীম হাওলাদার। কলেজ ছাত্রী দুমকির সরকারী জনতা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
অভিযোগে জানা যায়, কলেজছাত্রী মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে একই এলাকায় নিজ বাড়ি থেকে নানা বাড়ী যাওয়ার পথে ওই গ্রামের মামুন মুন্সির বখাটে ছেলে সাকিব মুন্সী ও তার এক সহযোগি মিলে ওই কলেজছাত্রীকে জোড়পূর্বক তুলে নিয়ে পার্শ্ববর্তী জলিল মুন্সীর নির্জন বাগানে পালাক্রমে ধর্ষণ করে । এসময় ধর্সনকারী মোবাইল ফোনে ভিডিও ধারণ করে রাখে। ভিকটিমের ডাক চিৎকার দিলেও নির্জন এলাকা হওয়ায় কারো সাড়া পায়নি। এঘটনা কাউকে বললে ভিডিও ক্লীপ ও ছবি নেটে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে ধর্ষনকারীরা চলে যায়। এঘটনায় পর আজ বুধবার দুমকি ওই কলেজছাত্রী দুমকি থানায় হাজির হয়ে এ ঘটনার অভিযোগ দায়ের করে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন বল, এ ঘটনার পর আজ ওই কলেজ ছাত্রী বাদি হয়ে দুইজনকে আসামি করে একটি মামলা করেছে। প্রধান আসামি গ্রেফতার হয়েছে। ভিকটিমের ডাক্তারী পরীক্ষার জন্য পটুয়াভালী মেডিকেল কলেজ হাসপাতালে নো হয়েছে।


এই বিভাগের আরো খবর
https://slotbet.online/