কারিগরি শিক্ষার মর্যাদা ও চাকরির নিশ্চয়তার দাবিতে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। শনিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় ইনস্টিটিউট চত্বরে থেকে মিছিলটি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় হয়ে শহীদ হৃদয় তরুয়া চত্বরে গিয়ে শেষ হয়।
মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা মাথায় লাল ফিতা বেঁধে বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন। প্ল্যাকার্ডে লেখা ছিল— “কারিগরি শিক্ষার অবমূল্যায়ন চলবে না”, “চাকরির নিশ্চয়তা চাই”, “ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবমূল্যায়ন বন্ধ করো”, “একই কাজে একই বেতন চাই” ইত্যাদি।ইনস্টিটিউটের সপ্তম পর্বের শিক্ষার্থী মো. আশরাফুল আলম মিরাজ বলেন, “আমরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছি। একই কাজে বিসিএস ক্যাডার বা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটদের বেশি গুরুত্ব দেওয়া হয়। এটা বন্ধ করতে হবে।”
তৃতীয় পর্বের শিক্ষার্থী আহমেদ হ্যাপী বলেন, “কারিগরি শিক্ষা দেশের অর্থনীতির চাকা সচল রাখে, অথচ আমরা নানা অবহেলার শিকার। এই বৈষম্য দূর না হলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।”
শান্তিপূর্ণ এই কর্মসূচি ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন। পটুয়াখালী সদর থানার একটি দল কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে নিয়োজিত ছিল।
এ বিষয়ে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মন্তব্য করতে রাজি হননি।
শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবি আদায়ে কেন্দ্রীয় আন্দোলনের অংশ হিসেবে এ কর্মসূচি পালিত হয়েছে এবং দাবিগুলো পূরণ না হলে পরবর্তীতে অবস্থান কর্মসূচি ও অনশন কর্মসূচির ঘোষণা দেওয়া হতে পারে।
https://slotbet.online/