• বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৯:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ
বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের আকস্মিক অভিযানঃ দূর্নীতির চিত্র উন্মোচিত দিনাজপুরের ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত-২ মাগুরার বহুল আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের নিরাপত্তা সংক্রান্ত আলোচনা ও সমন্বয় সভায় সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হাসান খাঁনের অংশগ্রহণ তিতাসে পারভেজ হত্যা মামলার আসামি গ্রেফতার নওগাঁয় দৈনিক প্রথম কথা পত্রিকার ১১ তম বর্ষপূর্তি উৎসব পালিত পুলিশ সিভিল ড্রেসে কাউকে গ্রেফতার করতে পারবে নাঃ স্বরাষ্ট্র উপদেষ্টা সাতক্ষীরা শ্যামনগরে রূপান্তরের আয়োজনে প্লাস্টিক পলিথিন দূষণ রোধে গণ শুনানি অনুষ্ঠিত সাতক্ষীরায় ভ্যানের চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে ভবদহ সমস্যা সমাধানে নদী খনন করবে সেনাবাহিনী: সৈয়দ রিজওয়ানা হাসান

পটুয়াখালীতে যুব উৎসব ২০২৫ অনুষ্ঠিত

গণজাগরণ প্রতিবেদক / ৬৭ বার পঠিত
প্রকাশ: মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫

অপূর্ব সরকার,পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী শিল্পকলা একাডেমীতে ‘আস্থার দীপ্তি-তারুণ্যের মুক্তি’ এই স্লোগানকে সামনে রেখে আস্থা প্রকল্পের যুব উৎসব -২০২৫’ অনুষ্ঠিত।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ৯ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন উদ্বোধন করেন অনুষ্ঠানটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার এবং রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ। সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে রূপান্তর সংগঠন কর্তৃক আয়োজিত এই উৎসবের মূল উদ্দেশ্য হচ্ছে যুবদের ক্ষমতায়ন ও জাতীয় যুবনীতি ২০১৭ অনুযায়ী তাদেরকে সমাজ উন্নয়নে সক্রিয়ভাবে অংশগ্রহণে উদ্বুদ্ধ করা।

অনুষ্ঠানের শুরুতে একটি আলোচনাসভা অনুষ্ঠিত হয়, যেখানে যুবদের ক্ষমতায়ন এবং সমাজে তাদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। সকাল ১০:৪৫-এ শুরু হয় সেমিনার, যেখানে বিভিন্ন যুব সংগঠন ও নীতিনির্ধারকরা অংশগ্রহণ করেন। দুপুরে অতিথিরা অংশ নেন পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক পর্বে। এ সময় যুবকদের মধ্যে সৃজনশীলতা এবং নেতৃত্বের গুণাবলী তুলে ধরার জন্য বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোফাজ্জেল হোসাইন, মিরাজ ইমতিয়াজ, সজিবুল ইসলাম সালমান, সাগর চৌধুরী, রাইয়ান সাকের ও জিদান সিকদার।

আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী মুনজিলা জানান, ‘এই উৎসবের মাধ্যমে আমরা যুবকদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে চাই, যাতে তারা নিজেদের ভবিষ্যত গঠনে সক্রিয় ভূমিকা রাখতে পারে।’

দিনব্যাপী এই আয়োজনটি পটুয়াখালী জেলা প্রশাসন ও রূপান্তরের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, পেশাজীবী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।


এই বিভাগের আরো খবর
https://slotbet.online/