সারা দেশের মতো পটুয়াখালী জেলাতেও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টায় একযোগে জেলার ৭২টি কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়।
বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এ পরীক্ষায় এবার জেলার ২৫ হাজার ৮৮১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। এরমধ্যে ৩৮টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি, ২০টি কেন্দ্রে দাখিল এবং ১৪টি কেন্দ্রে ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষা।
পরীক্ষা শুরুর আগেই বিভিন্ন কেন্দ্রের সামনে অভিভাবকদের উপস্থিতি ও শিক্ষার্থীদের মাঝে দেখা গেছে বেশ উদ্দীপনা। সুশৃঙ্খলভাবে পরীক্ষার্থীদের তল্লাশি করে কেন্দ্রে প্রবেশ করানো হয়।
পরীক্ষার সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে মোতায়েন করা হয়েছে পুলিশ সদস্য। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন কেন্দ্র তদারকিতে।
পটুয়াখালী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহসীন উদ্দীন জানিয়েছেন, “পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলার ৮টি উপজেলাকে ৫টি ক্যাটাগরিতে ভাগ করে গঠিত ভিজিলেন্স টিম নিয়মিত মাঠ পর্যায়ে কাজ করছে।”
এছাড়া পটুয়াখালী নেছারিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রের ভেন্যু হিসেবে পিটিআই-তে দাখিল পরীক্ষার্থীদের পরীক্ষাও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।
https://slotbet.online/