• বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৯:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ
বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের আকস্মিক অভিযানঃ দূর্নীতির চিত্র উন্মোচিত দিনাজপুরের ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত-২ মাগুরার বহুল আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের নিরাপত্তা সংক্রান্ত আলোচনা ও সমন্বয় সভায় সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হাসান খাঁনের অংশগ্রহণ তিতাসে পারভেজ হত্যা মামলার আসামি গ্রেফতার নওগাঁয় দৈনিক প্রথম কথা পত্রিকার ১১ তম বর্ষপূর্তি উৎসব পালিত পুলিশ সিভিল ড্রেসে কাউকে গ্রেফতার করতে পারবে নাঃ স্বরাষ্ট্র উপদেষ্টা সাতক্ষীরা শ্যামনগরে রূপান্তরের আয়োজনে প্লাস্টিক পলিথিন দূষণ রোধে গণ শুনানি অনুষ্ঠিত সাতক্ষীরায় ভ্যানের চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে ভবদহ সমস্যা সমাধানে নদী খনন করবে সেনাবাহিনী: সৈয়দ রিজওয়ানা হাসান

নাশকতার মামলায় চাঁদপুরে আওয়ামী লীগ সমর্থিত ৪ মেম্বার গ্রেফতার

চাঁদপুর প্রতিনিধি / ৯৯ বার পঠিত
প্রকাশ: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের আওয়ামীলীগ সমর্থিত ৪ মেম্বার কে নাশকতার মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার ২০ নভেম্বর দুপুরে ইউনিয়ন পরিষদ থেকে তাদেরকে গ্রেফতার করার পর বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়া।

গ্রেফতারকৃতরা হলেন চান্দ্রা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার ও ওয়ার্ড আওয়ামীলীগের সেক্রেটারী মিজানুর রহমান (৫০), ৭নং ওয়ার্ড মেম্বার ও ওয়ার্ড আওয়ামী লীগ সেক্রেটারী আবুল কালাম পাটওয়ারী (৫৯), ১নং ওয়ার্ড মেম্বার ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোঃ খাজা আহাম্মদ পাটওয়ারী (৬৫) ও ২নং ওয়ার্ড মেম্বার ও ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি হাজী আলী আহম্মদ (৬৫)।

জানা যায়, চাঁদপুরের সুযোগ্য পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব এর দিক নির্দেশনায়, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়া এর তত্ত্বাবধানে এসআই মোঃ মকবুল হোসেন, এএসআই প্রানকৃষ্ণ মন্ডল সঙ্গীয় ফোর্সসহ একটি চৌকস টিম সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নে অভিযান পরিচালনা করেন। এসময় নাশকতার বিভিন্ন মামলার আসামী ৪ মেম্বারকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়া বলেন, বিকেলে গ্রেফতারকৃত ৪ মেম্বারকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


এই বিভাগের আরো খবর
https://slotbet.online/