১লা বৈশাখ -১৪৩২(১৪ এপ্রিল) উপজেলা মুক্তমঞ্চে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনার পর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবরিনা শারমিন এর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের হয়। পরে তা উপজেলার বিভিন্ন চত্তর প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্তরে মুক্ত মঞ্চে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়। এরপর মুক্তমঞ্চে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষে চাঁপাইনবাবগঞ্জের সে ঐতিহ্যবাহী গম্ভীরা পরিবেশন করা হয়।
এছাড়াও বাংলা নববর্ষ উপলক্ষ্যে দেশীয় খেলাধুলা অংশ হিসেবে লাঠি খেলা, সাপ খেলা, হাতে হাড়িভাঙ্গা খেলা শেষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পরে পহেলা বৈশাখের সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তারা বলেন, বাঙালির প্রাণের উৎসব হচ্ছে এই পহেলা বৈশাখ। ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সর্বস্তরের মানুষ এক হয়ে দিনটি উদযাপন করছে।
অনুষ্ঠানে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন এর সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মহিদুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুমন চৌধুরী, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ রুহুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভিন লাবনী, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, দুর্গাপুর থানার তদন্ত ওসি রফিক, উপজেলা প্রকৌশলী মাসুক-ই-মোহাম্মাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল আলম, উপজেলা নির্বাচন অফিসার জয়নুল আবেদিন, উপজেলা সমাজসেবা অফিসার আ.ন.ম রাকিবুল ইউসুফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরে-এ-শেফা, উপজেলা যুব-উন্নয়ন কর্মকর্তা নীলা ইয়াসমীন, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোহাম্মাদ আলী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সেলিনা খাতুন, বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান, উপজেলা প্রকল্প অফিসার (পজীপ) সাইফুল ইসলামসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।
এছাড়াও দুর্গাপুর উপজেলা ও পৌরসভা বিএনপি ও তার বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
https://slotbet.online/