• বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৬:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ
মাগুরার বহুল আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের নিরাপত্তা সংক্রান্ত আলোচনা ও সমন্বয় সভায় সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হাসান খাঁনের অংশগ্রহণ তিতাসে পারভেজ হত্যা মামলার আসামি গ্রেফতার নওগাঁয় দৈনিক প্রথম কথা পত্রিকার ১১ তম বর্ষপূর্তি উৎসব পালিত পুলিশ সিভিল ড্রেসে কাউকে গ্রেফতার করতে পারবে নাঃ স্বরাষ্ট্র উপদেষ্টা সাতক্ষীরা শ্যামনগরে রূপান্তরের আয়োজনে প্লাস্টিক পলিথিন দূষণ রোধে গণ শুনানি অনুষ্ঠিত সাতক্ষীরায় ভ্যানের চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে ভবদহ সমস্যা সমাধানে নদী খনন করবে সেনাবাহিনী: সৈয়দ রিজওয়ানা হাসান খুলনার ফুলতলায় প্রকাশ্য এক যুবক‌কে গুলি ক‌রে হত্যা পটুয়াখালীর উত্তর চারা বুনিয়া ফারুকীয় হাফেজিয়া শিশু সদনে এতিম ও দুস্থদের বরাদ্দের টাকা লুটপাট

দিনাজপুরের বীরগঞ্জে ট্যালেন্ট হাট প্রতিযোগিতা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান

মাহাবুর রহমান আঙ্গুর / ৮৩১ বার পঠিত
প্রকাশ: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

দিনাজপুরের বীরগঞ্জে ভিক্টরি প্লাসের একটি প্রতিষ্ঠান সানশাইন রেসিডেন্সিয়াল মডেল স্কুলের আয়োজনে শনিবার সকালে ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও গুণীজনদের সম্মাননা দেওয়া হয়েছে। প্লে থেকে ১০ম শ্রেণি পর্যন্ত মেধাভিত্তিক প্রতিযোগিতায় বিজয়ী ১৫ জন স্কুল শিক্ষার্থী এবং কলেজ পর্যায়ের ৩৭ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে বীরগঞ্জ উপজেলার ১৯ জন স্বনামধন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

প্রতিষ্ঠানের পরিচালক ঢাকা বিশ্ববিদ্যালয় এর সাবেক শিক্ষার্থী মো: সোহেল রানা, মো: এনামুল হক এনাম এর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: সাজ্জাদ আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গফুর বলেন, “এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তাদের ভবিষ্যতে সাফল্য অর্জনের পথ উন্মোচন করে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রতিষ্ঠানের উপদেষ্টা মোঃ রাজিউর রহমান রাজু, দিনাজপুর সরকারি কলেজের প্রভাষক মো: রুবেল ইসলাম, বীরগঞ্জ সরকারি কলেজের প্রভাষক মোহাম্মদ নজরুল ইসলাম খান, সহকারী অধ্যাপক মো: আব্দুল মতিন, প্রভাষক মো: আল মামুন, প্রভাষক মনোয়ার হোসেন এবং মিরপুর সরকারি কলেজের প্রভাষক মোহাম্মদ রোকনুজ্জামান সহ আরো অনেকে। প্রতিষ্ঠানটির পরিচালক মো.সোহেল রানা বলেন,” কোমলমতি শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতেই ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।সেইসাথে বীরগঞ্জ উপজেলার স্বনামধন্য কিছু ব্যক্তিকে সম্মাননা জানাতে পেরে আমরা সানশাইন পরিবার অত্যন্ত আনন্দিত ও গর্বিত। শিক্ষার্থীদের নীতি-নৈতিকতা ও ধর্মীয় শিক্ষার আলোকে আলোকিত মানুষ হিসেবে দেশসেরা বানানোর প্রত্যয় নিয়েই আমরা সানশাইন রেসিডেন্সিয়াল মডেল স্কুল প্রতিষ্ঠা করেছি” অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি ও অভিভাবক সানশাইন রেসিডেন্সিয়াল মডেল স্কুলের কাছে প্রত্যাশা ব্যক্ত করে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর মঙ্গল কামনা করেন।


এই বিভাগের আরো খবর
https://slotbet.online/