মাহবুবুর রহমান,তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল (বিসিআরসি) তিতাস উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ মার্চ) গাজীপুর খান মডেল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিতাস উপজেলা শাখার সভাপতি এমএ জামান।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলের প্রতিষ্ঠাতা আলী আশরাফ আখন্দ।
সাধারণ সম্পাদক হালিম সৈকতের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন তিতাস উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. নাজমুল করিম ফারুক,
জয়যাত্রা পত্রিকার প্রধান সম্পাদক মেহেরুন নেসা, সাংবাদিক এমএ কাশেম ভূঁইয়া, মহসিন বিন হাবিব, এসএ ডিউক ভূঁইয়া, মো. বিল্লাল মোল্লা ও শাকিল আহমেদ প্রমূখ।
এছাড়াও বিসিআরসি সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওমর ফারুক, আব্দুল আজিজ, মো.হানিফ মিয়া, মমিন চৌধুরী,হেলাল সরকার, রুহুল আমীন, মোখলেছুর রহমান ও সঞ্চয় চন্দ্র দাস প্রমুখ।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা জাসাসের যুগ্ন- আহবায়ক মো. সাইমুন ভূইয়াসহ রাজনৈতিক ও সামাজিক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মো. সাত্তার মিয়া সরকার। ইফতার মাহফিল ও আলোচনা সভায় বক্তারা রমজানের পবিত্রতা রক্ষা, সাংবাদিকতার নৈতিকতা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের গুরুত্ব তুলে ধরেন।
এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এই আয়োজনের মাধ্যমে সাংবাদিক সমাজের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় হবে বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন।
https://slotbet.online/